জেফ বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশে অস্বীকৃতি, ওয়াশিংটন পোস্টের কার্টুনিস্টের পদত্যাগ
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের মালিক জেগ বেজোসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ না করায় পদত্যাগ করেছেন পুলিৎজার পুরস্কারজয়ী কার্টুনিস্ট অ্যান টেলনিস। খবর বিবিসির।
কার্টুনটিতে পত্রিকার মালিক জেফ বেজোসসহ কয়েকজন ধনী ব্যবসায়ীকে ডোনাল্ড ট্রাম্পের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছেন এমন করে দেখানো হয়েছিল।
অ্যান টেলনিস বলেছেন, তার কাজ বন্ধ হওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক। তিনি বলেন, এটি তার জন্য 'গুরুত্বপূর্ণ পরিবর্তন' এবং গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার উদাহরণ।
ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় পাতার সম্পাদক ডেভিড শিপলি এই অভিযোগ অস্বীকার করেছেন। শিপলি জানান, তাদের ইতোমধ্যেই একই বিষয়ে একটি কলাম প্রকাশিত হয়েছিল এবং আরেকটি ব্যঙ্গাত্মক কলাম প্রকাশের জন্য নির্ধারিত ছিল।
তিনি বলেন, কার্টুনটি প্রকাশ না করার সিদ্ধান্ত ধনী ব্যক্তিদের সমালোচনার কারণে নয়, বরং পুনরাবৃত্তি এড়ানোর জন্য নেওয়া হয়েছিল।
এর আগেও ২০১৫ সালে টেলনেসের একটি কার্টুন, যেখানে টেড ক্রুজের সন্তানদের নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল, সেটিও পত্রিকা প্রত্যাহার করেছিল।
সম্প্রতি, জেফ বেজোস ট্রাম্পের উদ্বোধনী তহবিলে ১ মিলিয়ন ডলার অনুদান দেন এবং ট্রাম্পের পুনর্নির্বাচনকে 'অসাধারণ রাজনৈতিক প্রত্যাবর্তন' বলে উল্লেখ করেন।