আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার ডাক ট্রাম্পের
আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এতে কানাডীয়রা "কোনো শুল্ক" ছাড়াই এবং "অনেক কম করের" সুবিধা ভোগ করবেন। তবে অটোয়া এর আগেও এই ধারণা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতি দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, "আমরা শত শত বিলিয়ন ডলার খরচ করে কানাডাকে ভর্তুকি দিই। কেন? এর কোনো কারণ নেই।"
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কানাডার টিকে থাকা কঠিন হবে এবং এ অবস্থার সমাধান হিসেবে রাজ্য হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব দেন। তার আশ্বাস, এতে "অনেক কম কর, আরও উন্নত সামরিক সুরক্ষা এবং কোনো শুল্ক থাকবে না!"
কানাডা ও মেক্সিকো থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পর এই বক্তব্য তিনি দেন। ট্রাম্প এটিকে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছেন।
ট্রাম্প স্বীকার করেন, এতে আমেরিকানদের "কিছুটা ভোগান্তি" হতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে।
এর প্রতিক্রিয়ায় উভয় প্রতিবেশী দেশ পাল্টা শুল্ক ঘোষণার সিদ্ধান্ত নেয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সতর্ক করে বলেন, "এর বাস্তব ফল আমেরিকার জনগণ ভোগ করবেন।" তিনি ইঙ্গিত দেন, এর ফলে মুদি সামগ্রীসহ বিভিন্ন পণ্যের দাম বাড়বে।
জাস্টিন ট্রুডো দৃঢ়ভাবে কানাডার যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, "এটি কখনোই সম্ভব নয়।"
ট্রাম্প এর আগেও ভৌগোলিক সম্প্রসারণের ধারণা প্রকাশ করেছেন। হোয়াইট হাউজে ফিরে আসার পর তিনি আবারও গ্রিনল্যান্ড কেনার উদ্যোগ নিয়েছেন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেছেন। তবে পানামা ও ডেনমার্ক সরকার তার এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
কানাডাকে ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার প্রস্তাব দেশটির রাজনৈতিক অঙ্গনের সর্বস্তর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দলীয় নেতা ও কনজারভেটিভ পার্টির প্রধান পিয়ের পয়লিয়েভ বলেন, "কানাডা কখনোই ৫১তম অঙ্গরাজ্য হবে না, এটাই চূড়ান্ত। আমরা একটি মহান ও স্বাধীন দেশ।"
নতুন গণতান্ত্রিক দলের (এনডিপি) নেতা জগমিত সিং এই প্রস্তাবকে "নিতান্তই হাস্যকর" উল্লেখ করে বলেন, "এ ধরনের সংযুক্তি কোনো কানাডীয়ই চায় না।