এশিয়ার সেরা ধনী মুকেশ আম্বানির ক্রিকেটে কোটি কোটি টাকার বাজি!
বিশ্বের সবচেয়ে দামি ক্রীড়া প্রতিযোগীতাগুলোর মধ্যে অন্যতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ডিজিটাল সম্প্রচার সত্ত্ব নিলামে জিতেছে আম্বানি সমর্থিত ভায়াকম-১৮। খবর সিএনএন এর।
প্যারামাউন্ট ও আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগ ভায়াকম-১৮। ২৩৮ বিলিয়ন রুপির (৩.০৫ বিলিয়ন ডলার) বিনিময়ে আইপিএলের সম্প্রচার সত্ত্ব পেয়েছে সংস্থাটি, টুইটারে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সচিব জয় শাহ।
তিনি আরো জানিয়েছেন, ২৩৬ বিলিয়ন রুপিতে (৩.০২ বিলিয়ন ডলার) আইপিএলের টিভি সম্প্রচার সত্ত্ব ধরে রাখতে পেরেছে ডিজনির মালিকানায় স্টার ইন্ডিয়া। ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে উভয় চুক্তি।
সিএনএন এর প্রতিবেদন থেকে জানা গেছে, এ বছর আইপিএলের মোট মিডিয়া সত্ত্বের মূল্য দাঁড়ালো ৬.২ বিলিয়ন ডলারে। মাত্র পাঁচ বছর আগেই স্টার ইন্ডিয়া আইপিএলের টিভি ও ডিজিটাল সত্ত্ব পাঁচ বছর মেয়াদে কিনেছিল ২.৬ বিলিয়ন ডলারে।
"আইপিএল শুরু থেকেই উন্নতির সমার্থক ছিল আর আজ ভারতীয় ক্রিকেটের জন্য একটি স্মরণীয় দিন," টুইটারে জানিয়েছেন জয় শাহ।
এর মাধ্যমেই বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া প্রতিযোগীতাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানের স্বীকৃতি পেয়েছে আইপিএল।
বছরে মাত্র দুই মাস আইপিএল প্রতিযোগীতা চললেও বৈশ্বিক দর্শকের বিপুল আগ্রহের জন্য মিডিয়া কোম্পানিগুলোতে এর মূল্য বেড়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, ম্যাচপ্রতি ব্যয়ের হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগকেও টপকে গেছে আইপিএল, রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগের পরেই।
২০০৭ সালে শুরু হওয়া আইপিএল প্রতিবছর বিপুল অর্থচুক্তিতে আকর্ষণ করে বিশ্বের সেরা ক্রিকেটারদের। ভারতীয়দের মাঝে এর ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে দেশের উদীয়মান অনলাইন মিডিয়া জগত সম্প্রসারণের অব্যর্থ পথ হিসেবে।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলারের কাছাকাছি। উত্তরাধিকার সূত্রে তেল ব্যবসার অধিকারী হলেও কয়েকবছর ধরেই প্রযুক্তি, শক্তি ও রিটেইল ব্যবসায় বড় বিনিয়োগ করছেন তিনি।