ব্রডের ওভারে ‘ব্যাটসম্যান’ বুমরাহর বিশ্ব রেকর্ড
ভারতের ব্যাটসমানদের বিপক্ষে যেন তালগোল পেঁকে যায় স্টুয়ার্ট ব্রডের। ইংলিশ এই পেসারের এক ওভারের ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং। সাবেক এই ক্রিকেটারের মারকুটে স্বভাবের কারণে সেই দৃশ্য দেখাটা স্বাভাবিকই ছিল। কিন্তু এবার ভারতীয় বোলারের বিপক্ষে অস্বস্তির এক রেকর্ডে নাম উঠলো ব্রডের। তার এক ওভার থেকে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তুললেন জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান এডজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন ব্রডের এক ওভারে ৩৫ রান তোলেন বুমরাহ। এর মধ্যে তার অবদান ২৯ রান। বাকি ৬ রান আসে অতিরিক্ত থেকে। টেস্টের ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের ওভার। ব্যাটসম্যান হিসেবে ওভারে সর্বোচ্চ রান তোলার রেকর্ডটির মালিক এখন বুমরাহ।
ভারতের ইনিংসের ৮৪তম ওভারে স্ট্রাইক পান এই ম্যাচের অধিনায়কের দায়িত্বে থাকা বুমরাহ। ইংলিশ অভিজ্ঞ পেসার ব্রডের প্রথম ডেলিভারিতে চার মারেন তিনি। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারি থেকে ৫ রান আসে। পরের ডেলিভারিতে নো-বলে ছক্কা মারেন বুমরাহ।
এরপর দ্বিতীয় থেকে চতুর্থ; টানা তিনটি বলে চার মারেন তিনি। পঞ্চম বলে ফের ছক্কা, আর ওভারের শেষ বলে ১ রান নেন বুমরাহ। সব মিলিয়ে ওভার থেকে আসে ৩৫ রান। তাতে বিশ্ব রেকর্ডে নাম উঠে যায় পেসার বুমরাহর।
টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার দখলে। ২০০৩ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার রবিন পিটারসনের এক ওভারে ২৮ রান তোলেন কিংবদন্তি এই ক্যরিবীয় ব্যাটসম্যান। ওভারটি ছিলো এমন- ৪, ৬, ৬, ৪, ৪ , ৪ ।
আজ ২৯ রান তুলে লারাকে ছাড়িয়ে গেলেন বুমরাহ। তার বিশ্ব রেকর্ড গড়া ম্যাচের প্রথম ইনিংসে ৪১৬ রান করেছে ভারত। ঋসভ পন্ত ১৪৬ ও রবীন্দ্র জাদেজা ১০৪ রান করেন। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। প্রথমবার নেতৃত্ব দিতে নেমেই ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন বুমরাহ।