ভয়েস অফ আমেরিকা'র সাংবাদিক আমির খসরুর মায়ের খুনীদের চিহ্নিত করা গেছে
ভয়েস অভ আমেরিকার সাংবাদিক আমির খসরুর মা সেতারা হালিমার খুনীদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।
সেতারা হালিমার খুনের পর পিরোজপুর সদর থানায় হত্যা মামলা করা হয়।
হালিমার লাশ পাওয়ার পর প্রাথমিকভাবে এটি খুন কি না, তা নিশ্চিত ছিল না পুলিশ। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এবার খুনের ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানিয়েছেন, তদন্তের মাধ্যমে তারা খুনের ক্লু জানতে পেরেছেন ও খুনীদের চিহ্নিত করেছেন। তিনি বলেন, 'ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। সাধারণত এ রিপোর্ট পেতে এক মাসের মতো সময় লাগে।'
তবে এ সময়টুকুতে ঘটনাটিকে খুন হিসেবে ধরে নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে গেছে বলে জানান তিনি। শীঘ্রই খুনীদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
'খুনীরা আমাদের নজরে রয়েছে। তবে গ্রপ্তারের আগে আমরা আরেকবার নিশ্চিত হতে চাই। আগামী এক সপ্তাহের মধ্যে খুনীদের ধরা হতে পারে,' বলেন ওসি আসাদুজ্জামান।
এ ঘটনায় পুলিশের বিশেষ একটি দল তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি। তদন্তের স্বার্থে সন্দেহভাজন কারও নাম বা অন্য কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ মে পিরোজপুর সদরের সিআই পাড়া এলাকায় নিজ বাসা থেকে সেতারা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িতে তিনি একা থাকতেন।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ খুনের পেছনের কারণ নিয়েও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ।
পিরোজপুরের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট সায়েদুর রহমান বলেন, 'আমরা এ কেইসটির সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সন্দেহভাজনদের গ্রেপ্তারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।'