রণবীরের সঙ্গে প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল? অবশেষে জানালেন আলিয়া!
'ব্রহ্মাস্ত্র' সিনেমার শুটিং করতে গিয়েই যে রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম একথা এতদিনে অনেকেই জানেন। কিন্তু বিস্তারিত জানার জন্য অনেক ভক্তেরই মনটা উশখুশ করছিল বটে! এবার 'কফি উইথ করণ'-এ গিয়ে দুজনার প্রেমের শুরুটা জানিয়ে দিলেন নায়িকা নিজেই।
নিউ ইয়ারের সময় বিমানে চড়ে তেল আবিব যাচ্ছিলেন আলিয়া আর রণবীর। সিট নিয়ে কিছু ঝামেলা হওয়ায় কিছুক্ষণ একসঙ্গে বসতে পারেননি দুজনে। আর তাতে দুজনেই খুব বিরক্ত হয়েছিলেন।
আলিয়ার ভাষ্যে, 'নিউ ইয়র্কে আমাদের একসাথে থাকার কোনো কথাই ছিল না। আমি বিমানে বসে দেখলাম ও আমার দিকে এগিয়ে আসছে। আমার পাশে এসে বসল। তারপর সিটে কিছু সমস্যা থাকায় উঠে অন্য জায়গায় গিয়ে বসল। আমি তখন মনে মনে ভাবছিলাম আমার সঙ্গেই কেন এমন হলো! আমার স্বপ্ন এভাবে ভেঙে গেল! যদিও পরে সিট ঠিক হয়ে যায় এবং ও আমার পাশে এসে বসে।'
রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর অনেক আগেই আলিয়া জানিয়েছিলেন, রণবীরের প্রতি তার দুর্বলতা আছে, তিনি তাকে বিয়ে করতে চান। সেদিনের বিমানের ঘটনা বলতে গিয়ে আলিয়া বলেন, 'ওই একঘেয়ে বিমানযাত্রাতেও আমি রণবীরের পাশে বসতে চেয়েছিলাম। পরে যখন সিট ঠিক হয়ে যাওয়ার পর রণবীর আমার পাশে এসে বসলো, আমাকে বলল, 'আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম। এই সিটটা এখনই খারাপ হতে হল!' কী সুন্দর আমরা পাশাপাশি বসেছিলাম। ওই প্রেম প্রেম ভাবটা তখনই শুরু হয়ে গিয়েছিল। বাকিটা তো ইতিহাস।'
গত ১৪ এপ্রিল নিজেদের বাসভবন 'বাস্তু'তে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। খুব শীঘ্রই আলিয়া-রণবীরের কোল আলো করতে আসতে চলেছে জুনিয়ার ভাট-কাপুর।