মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রেসিডেন্ট গোতাবায়ায় দেশ ছেড়ে পলায়নের পর সক্রিয় হয়েছে শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। শুক্রবার গোতাবায়ার ভাই, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির আদালত। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
তাদের আরেক ভাই, প্রাক্তন অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেকেও দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে।
তীব্র জনরোষের মুখে বুধবার ভোরে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ভারত মহাসাগরের আর এক দ্বীপরাষ্ট্র মালদ্বীপ হয়ে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও রাজাপাকসে পরিবারের দল শ্রীলঙ্কা পড়ুজনা পেরমুনা (এসএলপিপি)-র সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ইতোমধ্যেই বিক্ষোভকারীদের নিশানা হয়েছেন তিনি।
প্রবল অর্থনৈতিক সংকটের কারণে সহিংস বিক্ষোভ শুরু হলে এ বছরের মে মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা।
সেসময় তার সরকারি বাসভবন 'টেম্পল ট্রি'-তে হামলা চালিয়েছিল বিক্ষুব্ধ জনতা। এর পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি তাকে।