ত্রিশাল দুর্ঘটনা: চালক রাজুর ২ দিনের রিমান্ড মঞ্জুর
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় একই পরিবারের তিন জন নিহত ও মৃত মায়ের পেট থেকে নবজাতক জন্ম নেওয়ার ঘটনায় ট্রাক চালক মো. রাজু আহমেদ ওরফে শিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২০ জুলাই) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং কোর্ট মো. রাজুর রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার বিকালে মো. রাজু আহমেদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ।
গত ১৬ জুলাই ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক দম্পতি ও তাদের ছয় বছরের মেয়ে নিহত হন।
নিহতরা হলেন ত্রিশাল উপজেলার রায়মনি এলাকার জাহাঙ্গীর আলম (৪২), তার স্ত্রী রত্না বেগম (৩২) ও তাদের ছয় বছরের মেয়ে সানজিদা আক্তার।
মৃত্যুর মুহূর্তে সড়কেই গর্ভবতী মা রত্না একটি কন্যা সন্তানের জন্ম দেন।