অর্থনৈতিক রিটার্নের সম্ভাবনা না থাকা বিদেশি অর্থায়নের প্রকল্প এড়িয়ে চলা উচিত: আইএমএফ
অর্থনৈতিক সুফল পাওয়া যাবে না, বৈদেশিক ঋণে এমন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আইএমএফ এই পরামর্শ দিয়েছে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।
বুধবার ইআরডি কর্মকর্তারাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধি দল এই পরামর্শ দেয়।
ইআরডি কর্মকর্তারা জানান, বাংলাদেশে বৈদেশিক ঋণ ব্যবস্থা নিয়ে আইএমএফ প্রশংসা করেছে।
বর্তমানে, দেশের বকেয়া বৈদেশিক ঋণ ৫০ বিলিয়ন ডলার।
তারা আরো জানান, বর্তমান বিশ্বপরিস্থিতিতে ভয় পওয়ার কিছু নেই। তবে বর্তমানে ঋণের দায় জিডিপির ১৪.৩৩ শতাংশ। এটি এখনো সমস্যা স্বস্তির জায়গায় থাকলেও বিশ্বপরিস্থির কারণে তা পরিবর্তন হতে পারে।
কর্মকর্তারা জানিয়েছেন, আইএমএফ প্রতিনিধিদল বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকতে বলেছে।
বৈঠকে ইআরডি সচিব শরিফা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছয় সদস্যের সফরকারী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইএমএফের এশিয়া-প্যাসিফিক বিভাগের বিভাগীয় প্রধান রাহুল আনন্দ।
রোববার বাংলাদেশ সফর শুরু করে প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে।