ধারহীন বোলিংয়ে বাংলাদেশের সামনে রান পাহাড়
প্রথম পাঁচ ওভারে পাঁচ বোলার, পরের সময়টায়ও ওলট-পালট হলো বাংলাদেশের বোলিং। এরপরও ছন্দ খুঁজে পাওয়া গেল না। অগোছালো বোলিং করে গেলেন বাংলাদেশের বোলাররা। তাতে জিম্বাবুয়ের রান স্রোতে বাঁধ দেওয়া যায়নি। বাংলাদেশের ধারহীন বোলিংয়ের সুবিধা কাজে লাগিয়ে বড় সংগ্রহ গড়লো স্বাগতিকরা।
শনিবার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ওয়েসলে মাধেভেরের অসাধারণ ইনিংস ছাড়াও সিকান্দার রাজার ব্যাট থেকে ঝড়ো গতিতে রান পায় ঘরের মাঠের দলটি। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রাজা।
এদিন বাংলাদেশের কোনো বোলারই ছন্দময় বোলিং করতে পারেননি, ফিল্ডিংও ছিল অগোছালো। সর্বনিম্ন ইকোনমি আফিফ হোসেন ধ্রুবর, এক ওভারে ৬ রান খরচা করেন তিনি। বাকি বোলারদের সবাই ৭ এর উপের রান খরচা করেন। সবচেয়ে বেশি রান দেন মুস্তাফিজুর রহমান ১২.৫০ ইকোনমিতে। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামরাও ছিলেন খরুচে।
শুরুটা ভালো না হলেও চাপ বুঝতে হয়নি জিম্বাবুয়েকে। দলীয় ১৫ রানে ওপেনার রেজিস চাকাভাকে হারায় তারা। ৮ রান করে ফেরেন চাকাভা। অধিনায়ক ক্রেইক আরভিনও বড় ইনিংস খেলতে পারেননি, ২১ রান করেন তিনি।
৪৩ রানে ২ উইকেট হারানো দলের স্কোরকার্ডের চেহারা মুহূর্তেই পাল্টে দেন ওয়েসলে মাধেভেরে ও শন উইলিয়ামস। তৃতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন তারা। উইলিয়ামস ১৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে আউট হলেও ব্যাটিং ঝড় চালিয়ে যেতে থাকেন মাধেভেরে।
পরে তার সঙ্গে যোগ দেন তাণ্ডব চালানো সিকান্দার রাজা। চতুর্থ উইকেটে বাংলাদেশের বোলারদের ওপর দিয়ে ছড় বইয়ে দেন এ দুজন। মাত্র ৪৩ বলে ৯১ রানের জুটি গড়েন মাধেভেরে-রাজা। এ পথে দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে সপ্তম হাফ সেঞ্চুরি করা মাধেভেরে ৪৬ বলে ৯টি চারে ৬৭ রান করে চোটের কারণে স্বেচ্ছায় মাঠ ছাড়েন। পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া রাজা মাত্র ২৬ বলে ৭টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রানের হান না মানা অপরাজিত ইনিংস খেলেন।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ২টি ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি উইকেট নেন। ২ উইকেট পেলেও রান আটকে রাখতে পারেননি মুস্তাফিজ। ৪ ওভারে ইনিংসের সবচেয়ে বেশি ইকোনমিতে (১২.৫০) ৫০ রান দেন মুস্তাফিজ। শরিফুল ও তাসকিন ৪ ওভারে খরচা করেন যথাক্রমে ৪৫ ও ৪২ রান। নাসুমের ৪ ওভারে খরচা ৩৮ রান। মোসাদ্দেক ৩ ওভারে দেন ২১ রান।