সহজ ডটকমকে ভোক্তা অধিকারের করা ২ লাখ টাকা জরিমানা স্থগিত: হাইকোর্ট
রেলের টিকিট বিক্রির অব্যবস্থাপনা নিয়ে আন্দোলনরত মো. মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে সহজ ডটকমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের করা ২ লাখ টাকার জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার দুপুরে বিচারপতি মোঃ খসরুজ্জামান ও বিচারপতি মোঃ ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ই-টিকিটিং প্ল্যাটফর্ম সহজ ডটকম গত ২৬ জুলাই জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করে, সে আবেদনের প্রেক্ষিতে এই রায় আসে।
সহজ ডটকমের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার তানজিব উল আলম।
রিটে জরিমানা স্থগিত করে এই জরিমানা অবৈধ ঘোষণা করে রুল জারি করার জন্য আদালতে আবেদন করে সহজ ডটকম।
বাণিজ্য সচিব ও ডিএনসিআরপিসহ চারজনকে রুলের বিবাদী করা হয়েছে।
গত ২০ জুলাই বাংলাদেশ রেলওয়ের (বিআর) টিকিট বিক্রির অব্যবস্থাপনার কারণে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তরে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনির কাছ থেকে সহজে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়ার পর ডিএনসিআরপি শুনানি করে।
সহজ দাবি করে, তাদের পক্ষ থেকে কোনো গাফিলতি হয়নি।
এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ওয়েবসাইটে (www.eticket.railway.gov.bd) উল্লেখিত শর্তাবলী অনুসরণ করে মহিউদ্দিন রনিকে সেবা দেওয়া হয়েছে।
পরে রেল ভবনে রেল সচিব ও মহাপরিচালকসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এবং তার ছয় দফা দাবি নিয়ে করা তার আন্দোলন স্থগিত করেন মহিউদ্দিন রনি।