রাতে ভোট হয়, আমিও করিয়েছি: জাপা মহাসচিব চুন্নু
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগের রাতের ব্যালটবাক্স ভর্তির ঘটনা তুলে জাতীয় পার্টির এমপি চুন্নু বলেছেন, তিনি নিজেও এমন কাজ করিয়েছেন।
রোববার (৩১ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেছেন তিনি।
এমপি চুন্নু বলেন, 'নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পৌঁছানোর প্রস্তাব দিচ্ছি আমরা। তাহলে রাতে ব্যালটবক্স ভর্তির বিষয়টি আর আসে না। কি বলবো এটাও আমিও করিয়েছি। এটা ঠিক না।'
'এখন প্রত্যেকটি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। কাজেই চাইলে সকাল বেলা ব্যালট পৌঁছানো সম্ভব।'
ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণে জাতীয় পার্টি ঘোর বিরোধীতা করেছে বলে জানান তিনি।
তাদের দলসহ দেশের মানুষের ইভিএমে আস্থা নেই দাবি করে দলটি বলেছে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন যৌক্তিকতা নেই। অবশ্য ইভিএম বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল কোন মন্তব্য করেননি।
ইভিএমে ভোট হলে আসন্ন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অংশ না নেয়ার কথাও বলেছে দলটি।
প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ইভিএম খুবই কঠিন পদ্ধতি। অনেক দেশে ইভিএম বাতিল করেছে।
প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু নিজের নির্বাচনে ইভিএমের অভিজ্ঞতার বর্ণনা করে বলেন, তার নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ১০ মিনিটের মাথায় ইভিএম মেশিন নষ্ট হয়ে যায়। কিন্তু এর সমাধান করা হবে। কে এটা ঠিক করবে সেই লোক খুঁজে পাওয়া যায়নি।
ইসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের সময় ইভিএম নষ্ট হলে সেটা আপনারা ঠিক করবেন? না নির্বাচনের অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম করবেন?
জাতীয় পার্টির প্রস্তাবে আনুপাতিক প্রতিনিনিধিত্বমূলক নির্বাচন, নির্বাচনী কর্মকর্তারা নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আইন প্রণয়ন করতে বলা হয়।
এছাড়া নির্বাচনী খরচ ২৫ লক্ষ টাকা বাড়িয়ে করে ৫০ লক্ষ টাকা করা প্রয়োজনে সর্বোচ্চ সীমা তুলে দিতে বলা হয়।
ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ড-এর বিলের জন্য প্রার্থীতা বাতিলের বর্তমান বিধান বাতিল করতেও বলা হয়েছে।
এছাড়া সরকারি কর্মচারীরা অবসরের যাওয়ার পরে সরকারি মালিকানাধীন ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিদের তিন বছর না গেলে নির্বাচন করতে না পারার বিধান করার কথা বলা হয় প্রস্তাবে।