২০২১-২২ অর্থবছরে বাণিজ্য ঘাটতি হয়েছে রেকর্ড ৩৩ বিলিয়ন ডলার
২০২১-২২ অর্থবছরে ৩৩.২৫ বিলিয়ন ডলার ঘাটতির ঐতিহাসিক রেকর্ড হয়েছে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে। বিশ্ববাজারে জ্বালানিসহ অন্যান্য পণ্যের দাম চড়া থাকায়, এসময়ে আমদানি ব্যয় ব্যাপকহারে বেড়ে যাওয়া– যার প্রধান কারণ।
আজ সোমবার (১ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, বৈদেশিক লেনদেনে চলতি হিসাবের ঘাটতিও ১৮.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক হারে আমদানি বেড়ে যাওয়ার ফলে বাণিজ্য ঘাটতি প্রসারিত হয়েছে। এ পরিস্থিতিতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে স্বাভাবিক রাখা একান্ত দরকারি বলে মনে করছেন তারা।
এর আগে ২০২০-২১ অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল ২৩.৭৮ বিলিয়ন ডলার। এসময়ে আগের অর্থবছরের তুলনায় রপ্তানি বাড়ে ৩৩.৪৫ শতাংশ। অন্যদিকে, আমদানি বাড়ে ৩৫.৯৫ শতাংশ।
গত অর্থবছরে বাংলাদেশ ৪৯.২৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করেছে। কিন্তু, একইসময়ে মোট আমদানির মূল্য ছিল ৮২.৫০ বিলিয়ন ডলার।