এক কোটি পরিবারে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দেশের এক কোটি এক লাখ নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল ৯টায় ঢাকার মোহাম্মদপুরের বাবর রোডে টিসিবির ডিলারের দোকান থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
উদ্বোধনের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "এক কোটি পরিবারকে পণ্য দিচ্ছি আমরা।"
এসব পরিবারকে পণ্য দেওয়ার জন্য টিসিবির ৩ হাজার ডিলার আছে বলে উল্লেখ করেন তিনি।
টিসিবির পরিবার কার্ড নেওয়ার জন্য অনেকে টাকা নিচ্ছে- এমন অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, "আমাদের কাছে সে রকম কোনো খবর নেই৷ টাকা পয়সা নেওয়ার প্রশ্নই ওঠে না। যদি কোনো অনিয়ম থাকে, উদ্যোগের অভাব থাকে, কোনো কারণে যদি পিছিয়ে থাকে তাহলে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।"
রোববার টিসিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট দেশে এক কোটি 'ফ্যামিলি কার্ডধারী' পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি শুরু হবে। কিন্তু তা শুরু হয়েছে একদিন পর।
এবারের কর্মসূচিতে টিসিবির নির্ধারিত দোকান বা স্থায়ী অবকাঠামো থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
পণ্য বিক্রয় সূচি সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারণ করা হবে।
স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপণ্য সরবরাহে টিসিবির 'ট্রাক সেল' কর্মসূচি বন্ধ করে ফ্যামিলি কার্ডের আওতায় পণ্য বিক্রির এই নতুন কার্যক্রম জুনে শুরু করে টিসিবি।
এই কার্যক্রমের অধীনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষের কাছে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ঢাকায় ১৩ লাখ মানুষ সেই কার্ড পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
টিসিবির পণ্য বিক্রি শুরুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।
- সূত্র: ডিডব্লিউ