পেলোসি বিদায় নেওয়ার পরপরই তাইওয়ানের আকাশে ঢুকল ২৭ চীনা যুদ্ধবিমান
বিতর্কিত সফরের পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ছাড়ার পরপরই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে ২৭টি চীনা যুদ্ধবিমান।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছে। টুইটে বলা হয়, '২৭টি পিএলএ এয়ারক্রাফট…রিপাবলিক অভ চায়নার (তাইওয়ান) আকাশসীমায় প্রবেশ করেছে।'
চীনের কড়া প্রতিবাদ ও হুমকিধমকির মধ্যেও পেলোসি তাইওয়ান সফরে যান।
তাইওয়ানকে নিজ প্রদেশ বিবেচনা করা চীন হুমকি দিয়ে বলেছিল যে, তারা পেলোসির এই সফরকে বড় উসকানি হিসাবে দেখবে।
বেইজিং ঘোষণা দেয়, পেলোসির সফর 'এক চীন' নীতির গুরুতর লঙ্ঘন। এই সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের মূলে 'গুরুতর আঘাত' বলেও জানায় বেইজিং।
তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, ২৩ মিলিয়ন জনসংখ্যার দ্বীপটিকে ভয় দেখিয়ে দমানো যাবে না।
পেলোসির সঙ্গে তাইপেতে এক অনুষ্ঠানে ইং-ওয়েন বলেন, 'ইচ্ছাকৃত কড়া সামরিক হুমকির মুখোমুখি হতে তাইওয়ান পিছপা হবে না।'
৮২ বছর বয়সি মার্কিন আইনপ্রণেতাকে 'এই সংকটময় মুহূর্তে তাইওয়ানের প্রতি দৃড় সমর্থন দেখানোর জন্য' ধন্যবাদ জানান তিনি।
পেলোসি বলেন, যুক্তরাষ্ট্র কিছুতেই তাইওয়ানকে ছেড়ে যাবে না।
গত ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে সিনিয়র মার্কিন রাজনীতিবিদ পেলোসি।
তাইওয়ানকে চীন নিজের একটি বিচ্ছিন্ন প্রদেশ বিবেচনা করা। চীনের মতে, তাইওয়ান শেষ পর্যন্ত বেইজিংয়ের নিয়ন্ত্রণে থাকবে।
তাইওয়ানকে স্বীকৃতি না দেওয়ার জন্য বা স্বীকৃতি দেওয়ার মতো কোনো পদক্ষেপ ঠেকানোর জন্য চীন অন্যান্য দেশের উপর যথেষ্ট কূটনৈতিক চাপ প্রয়োগ করে।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চীনের সঙ্গে তাদের সম্পর্ক গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে।
- সূত্র: এনডিটিভি