জ্বালানি তেলের দাম বাড়ানোয় আজ অর্ধেকেরও কম বাস নেমেছে রাস্তায়
শুক্রবার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর আজ শনিবার (৬ আগস্ট) রাস্তায় অর্ধেকেরও কম সংখ্যক বাস নামিয়েছে বাস মালিকরা।
বেশ কয়েকটি বাসের ড্রাইভারদের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ কোম্পানির কম সংখ্যক বাস আজকে রাস্তায় নামানো হয়েছে।
মিরপুর-আজিমপুর রুটে মিরপুর সুপার লিংক এর বাস চলাচল করে প্রায় ৪০টি। কিন্তু আজকে সেখানে নামানো হয়েছে ২০টিরও কম বাস।
মিরপুর সুপার লিংকের একটি বাসের ড্রাইভার এমদাদুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমার মহাজনের ৬টি গাড়ি, আজকে ৩টি ছেড়েছে। আগে ২৭০০-২৮০০ টাকার তেল নিতাম পাঁচ ট্রিপের জন্য। এখন ৪০০০ টাকার বেশি লাগে।"
মিরপুর-যাত্রাবাড়ি রুটের খাজাবাবা লিমিটেডের ৬০ টি বাস চলে ঢাকায়। এরমধ্যে আজকে চলছে ১৫-২০টির মতো চলে।
এই বাসের ড্রাইভার মো. মিঠুন টিবিএসকে বলেন, "সকাল থেকে যাত্রীর চাপ সামলাতে পারিনি। একদিকে মহাজনরা বাস কমিয়ে দিয়েছে, আবার বেড়েছে তেলের দাম।"
তিনি জানান, আগে দিনে ৩২০০ টাকার তেল লাগতো। দাম বাড়ানোয় এখন লাগবে প্রায় ৫ হাজার টাকার তেল।
এদিকে, রাজধানীতে শিকড় পরিবহনের ৫৫টি বাস চলে, আজকে চলছে ১৫টি।
এই বাসের সুপারভাইজার মো. রাজু টিবিএসকে বলেন, "আগে ৪ ট্রিপে ৩৩০০ টাকার তেল লাগতো, আজকে কতো লাগে ঠিক নেই।
আজ তারা ভাড়া বাড়াননি উল্লেখ করে তিনি বলেন, "কালকে হয়তো ভাড়া বাড়তে পারে।"
অন্যদিকে, বিকল্প অটো সার্ভিসের প্রায় ৪০টির মতো বাস চলে রাস্তায়। তার মধ্যে আজ চলছে মাত্র ৪টি বাস।
এই গাড়ির ড্রাইভার মো. শামিম টিবিএসকে বলেন, "রাস্তায় যে পরিমাণ যাত্রীর চাপ। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। জ্বালানীর কারণে সবকিছুরই দাম বাড়বে।"
এদিকে, ভাড়া নির্ধারণী বৈঠকে মালিকদের পক্ষ থেকে কী পরিমাণ বাড়ানোর দাবি থাকতে পারে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, তারা কোনো নির্দিষ্ট পরিমাণ ভাড়া বাড়ানোর দাবি করবেন না।
"ডিজেলের দাম সাড়ে ৪২ শতাংশ বেড়েছে। এবার কস্টিং কমিটি যেভাবে কস্ট নির্ধারণ করবে সেভাবেই ভাড়া বাড়বে। সেখানে আমাদের কোন আপত্তি থাকবে না," বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়া সমন্বয়ে আজ বিকেল ৫টায় বৈঠক করবে ভাড়া নির্ধারণী কমিটি।