করোনার কারণে থেমে গেলেন সোহানা সাবা
সবকিছুই প্রস্তুত ছিল। কিন্তু থামিয়ে দিল করোনা সংক্রমন। নিজের প্রোডাকশন হাউস 'খামারবাড়ি' থেকে অভিনেত্রী সোহানা সাবা উদ্যোগ নিয়েছিলেন একটি ওয়েব সিরিজ ও দুই চলচ্চিত্র নির্মাণের। এ মাসেই ইচ্ছা ছিল শুটিং শুরু করার। কিন্তু দুভার্গজন্যকভাবে থেমে যেতে হলো করোনার কাছে। আপাতত সবার মতো তিনি বাসাতেই আছেন।
এই অভিনেত্রী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমার দাদু বাড়ির গ্রামের নামে প্রোডাকশন হাউসের নাম দিয়েছি- খামারবাড়ি। সেখান থেকেই 'টুইন রিটার্ন্স' নামে একটি সিরিজ ও দুটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে আপাতত চুপচাপ থাকতে হচ্ছে।
নিজের হাউস থেকে নির্মাণের প্রস্তুতি নিলেও তিনটির একটিরও নির্দেশনা দেবেন না সোহানা সাবা। নিজে অভিনয় করবেন কি না, তা নিয়েও মুখ খুলেননি। জনপ্রিয় এই অভিনেত্রী বললেন, সবকিছুই একটা চমক হিসেবে থাক। শুরু করার আগে একটা বড় আয়োজন করেই সবাইকে জানাব।
'খামারবাড়ি' থেকে ২০১১ সালে 'মেঘ রৌদ্দুর ও রমলা' নামে একটি নাটক নির্মাণ সাবা নিজেই। সেই স্মৃতি মনে করে তিনি বলেন, 'নাটকটি ঈদে প্রচারিত হয়েছিল। সবাই খুব প্রশংসা করেছিল। তবে আপাতত নির্মাণে যাওয়ার ইচ্ছা নেই আমার। নির্মাণের চেয়ে এসব কাজের ডিজাইন বা প্ল্যানিং করতেই বেশি ভালো লাগে। আপাতত সেটাই করছি।'
সোহান সাবা ২০০৬ সালে অভিনেত্রী কবরী পরিচালিত 'আয়না' চলচ্চিত্রে অভিনয় করেন। তারপর 'চন্দ্রগ্রহণ', 'প্রিয়তমেষু' 'বৃহন্নলা'সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনয় করেছেন কলকাতার সিনেমা 'ষড়রিপু'তেও। এ ছাড়াও তিনি অংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।