বিনামূল্যে নারীদের স্যানিটারি সামগ্রী সরবরাহ করতে যাচ্ছে স্কটল্যান্ড
বিশ্বের প্রথম দেশ হিসেবে আগামীকাল থেকে দেশের সব নারীকে বিনামূল্যে স্যানিটারি সামগ্রী বিতরণ করতে যাচ্ছে স্কটল্যান্ড।
আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে নীতিনির্ধারকদের উদ্দেশ্যে স্কটিশ সরকার ঘোষণা দিয়েছে, স্যানিটারি সামগ্রীর প্রয়োজন হওয়া মাত্রই বিনামূল্যে তা সরবরাহ করতে হবে।
দেশটির সোশ্যাল জাস্টিস সেক্রেটারি সনা রবিনসন বলেন, "সাম্য এবং মর্যাদা প্রতিষ্ঠায় বিনামূল্যে পিরিয়ডের পণ্য প্রাপ্তি অত্যন্ত গুরুত্ববহ।"
"প্রথম দেশ হিসেবে এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।"
২০২০ সালের নভেম্বরে স্কটিশ পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে পিরিয়ড প্রোডাক্টস বিলের সপক্ষে ভোট দেয় যার মাধ্যমে সকলের জন্য বিনামূল্যে স্যানিটারি সামগ্রী প্রাপ্তির আইনি অধিকার গড়ে ওঠে।
উল্লেখ্য, আগে থেকেই শিক্ষার্থীদের জন্য দেশটিতে বিনামূল্যে স্যানিটারি পণ্য দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু বিল পাস হওয়ায় এখন থেকে সবাই এ সুবিধাভুক্ত হবে।
- সূত্র- হিন্দুস্তান টাইমস