মোমেন কেন্দ্রীয় কমিটির কেউ নন, দল তার বক্তব্যের দায় নেবে না: তথ্যমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন এবং তার বক্তব্যের জন্য দল কোনো দায় নেবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, দেশের বাইরে কেউ যা বলেন বা করেন তার কোন দায় দল বা সরকার বহন করবে না।
রোববার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
'পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নন। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে বিদেশের সঙ্গে আলোচনার দায়িত্ব তাকে দেয়া হয়নি', যোগ করেন তিনি।
তথ্যমন্ত্রী আরও বলেন, 'আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে জনগণ। আমি মনে করি, আপনি যদি গুরুত্বপূর্ণ পদে থাকেন, তাহলে আপনাকে দায়িত্বের সাথে কথা বলতে হবে। তবে মন্ত্রী বলেছেন, তার বক্তব্যকে বিকৃত করা হয়েছে।'
গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।'
তার এ বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়, বিএনপির নেতারা বলছেন সরকার টিকিয়ে রাখতে বিদেশি শক্তির দ্বারস্থ হচ্ছে ক্ষমতাসীন দল।
তবে পররাষ্ট্রমন্ত্রীর দাবি, তার বক্তব্যকে 'ভুলভাবে' উপস্থাপন করে 'ইচ্ছাকৃতভাবে' ছড়িয়ে দেওয়া হয়েছে।
এর কয়েকদিন আগেই বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের তুলনায় বেহেশতে আছে এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সে ঘটনার রেশ না যেতেই আবার বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন পররাষ্ট্রমন্ত্রী।