করোনার থাবা ব্রিটিশ রাজপরিবারে, আক্রান্ত প্রিন্স চার্লস
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এবার ঢুকে পড়ল ব্রিটেনের রাজপ্রাসাদেও। স্বয়ং প্রিন্স চার্লসই এ বার কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন।
৭১ বছর বয়সী প্রিন্স চার্লসের শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা গেছে বলে বিবিসিকে জানিয়েছেন রাজপরিবারের একজন মুখপাত্র। তবে প্রিন্সের স্বাস্থ্যের অবস্থা এখনো ভালো বলে জানান তিনি।
তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলারও করোনার পরীক্ষা হয়েছে। তবে তার রিপোর্ট নেগেটিভ এসেছে।
তারা দুজনই এই মুহূর্তে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে আইসোলেশনে রয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ লন্ডনে একটি অনুষ্ঠানে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সঙ্গে মুখোমুখি বসেছিলেন চার্লস। চলতি সপ্তাহেই প্রিন্স অ্যালবার্টের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়েছে। তার পরই প্রিন্স চার্লসের আক্রান্ত হওয়ার খবর সামনে এল।
তবে ব্রিটিশ রাজপরিবারের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, "এটা নিরূপণ করা সম্ভব নয় যে প্রিন্স কার কাছ থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কারণ গত কয়েক সপ্তাহেই তিনি কাজের অংশ হিসেবে অনেকের সঙ্গে দেখা করেছেন।"