গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচন ১২ অক্টোবর
একাদশ সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার গাইবান্ধা-৫ শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে এই আসনে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
একটি আসনে শূন্য হলে পরবর্তী নব্বই দিনের মধ্যে ভোট করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে৷ গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। সে অনুযায়ী আগামী ২০ অক্টোবরের মধ্যে উপ-নির্বাচনটি সম্পন্ন করার বাধ্যবাধতা ছিল।
তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর। তার আগে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর, আপিল ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ১৯-২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ সেপ্টেম্বর।