আপিল নাকচ, কারাদণ্ড শুরু হচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের
শাস্তি পেছাতে আদালতের কাছে আপিল করেছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। কিন্তু, মঙ্গলবার তা নাকচ করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ফলে দুর্নীতি মামলায় এখন তার ১২ বছরের কারাদণ্ড শুরু হবে।
প্রধান বিচারপতি টেংকু মাইমুন তুয়ান মাতের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারক প্যানেল আপিল বাতিল করে সাজা বহাল রাখার সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল- ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারদাদ (১এমডিবি)- এর অর্থ আত্মসাতের অভিযোগে নাজিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
২০২০ সালের জুলাইয়ে অভিযোগগুলি প্রমাণ হওয়ায় ৬৯ বছরের নাজিবকে কারাদণ্ড দেয়া হয়। তবে তিনি এর বিরুদ্ধে আপিল করেন এবং তখন থেকে জামিনে মুক্ত ছিলেন।
নাজিব তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে ২০২০ সালে ৪২ মিলিয়ন মালয়েশিয় রিঙ্গিত (৯৪ লাখ মার্কিন ডলার) ১এমডিবি তহবিল থেকে তার ব্যক্তিগত ব্যাংক একাউন্টে স্থানান্তরের সাতটি অভিযোগ প্রমাণিত হলে–আদালত তাকে দোষী সাব্যস্ত করেন।
এজন্য তাকে ১২ বছরের কারাদণ্ড প্রদানসহ ২১০ মিলিয়ন রিঙ্গিত (৪ কোটি ৬৮ লাখ ডলার) জরিমানা ধার্য করেন আদালত।
তবে তার আইনজীবীরা দাবি করেন, রাষ্ট্রীয় তহবিল থেকে নয়- নাজিবকে জানতেন, সৌদি রাজপরিবার থেকে তার একাউন্টে এই অর্থ অনুদান হিসেবে দেয়া হয়েছে।
আইনজীবীরা আরও দাবি করেন, পলাতক আসামী জো লো-সহ তার আর্থিক উপদেষ্টারা নাজিবকে ভুল বুঝিয়ে এসব কাজ করেছেন।
ধারণা করা হয়, জো লো বর্তমানে চীনে আত্মগোপনে রয়েছেন। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। তবে তিনিও নিজেকে নির্দোষ দাবি করেন।
- সূত্র: বিবিসি