চাল, গমসহ ৯টি নিত্যপণ্যের দাম নির্ধারণ করবে সরকার: টিপু মুনশি
ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করবে।
জ্বালানি তেল, চাল, গম, চিনি, ভোজ্যতেল, মসুর ডাল, পেঁয়াজ ও সিমেন্টসহ নয়টি পণ্যের দাম নির্ধারণ করবে সরকার। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ে এক বৈঠকের পর গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ট্যারিফ কমিশন আগামী ১৫ দিনের মধ্যে এসব পণ্যের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণ করবে।
কেউ নির্ধারিত মূল্যের বেশি দাম রাখলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।