চট্রগ্রামে লকডাউন অমান্য করে প্রবাসীর বিয়ে, ভেঙে দিল পুলিশ
করোনা পরিস্থিতির কারণে সারাদেশ যেখানে অবরুদ্ধ সেই পরিস্থিতি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিল ওমান প্রবাসী রুবেল। ২৬ মার্চ ছিলো বিয়ের দিনক্ষণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেঙ্গে দিল বিয়ের আয়োজন।
২৬ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, করোনা পরিস্থিতির মধ্যে সাহেরখালী ইউনিয়নে একজন ওমান প্রবাসী বিয়ে করছেন এ সংক্রান্ত একটি খবর আসে পুলিশের কাছে। বৃহস্পতিবার দুপুরে মিরসরাই থানার এস আই ইমরান সহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় । করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ে অনুষ্ঠান বন্ধ রাখতে সতর্ক করা হয়েছে রুবেল ও তার পরিবারকে।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হৈয়া মিয়া বাড়ির এনামুল হকের ছেলে রুবেল ২ মাস আগে ওমান থেকে এসেছিল। পাশাপাশি গ্রামের এক মেয়ের সাথে তার বিয়ের আয়োজন চলছিলো। খবর পেয়ে পুলিশ এসে ওই প্রবাসীর বিয়ে বন্ধ করে দেয়।
রুবেলের পিতা এনামুল হক বলেন, ছোট আকারে মসজিদে শুধু আকদ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ এসে বন্ধ রাখতে নির্দেশ দিলে আর আকদ হয়নি।