ডিকশনারি নিয়ে যা বললেন মোশাররফ করিম
প্রথমবারের মতো কলকাতার ছবিতে অভিনয় করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবির নাম 'ডিকশনারি'। পরিচালক পশ্চিমবঙ্গের মন্ত্রী ও নির্মাতা ব্রাত্য বসু। কদিন আগে সিনেমাটির শুটিং শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেতা। ফিরেই তিনি তার উত্তরার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। সেখান থেকেই কথা বললেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে।
শুরুতেই জানালেন, ১১ মার্চ থেকে তিনি শুটিং শুরু করেছেন চলচ্চিত্রটিতে। শুরুটা হয়েছিল কলকাতার বিখ্যাত কফি হাউসে। সেখান থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় চলেছে 'ডিকশনারি'র ক্যামেরা।
ছবির গল্প নিয়ে মোশাররফ করিম বলেন, 'টানা সাতদিন আমি শুটিং করেছি। কলকাতার দুটি বাড়ি, কফি হাউস ও আশপাশের বেশকিছু জায়গায় শুটিং হয়েছে। শুটিং করে খুব ভালো লেগেছে। কারণ পুরো টিমই খুব গোছানো। তারা জানেন কোথায় কী করতে হবে। মূল কথা হচ্ছে, পুরো পরিকল্পনা একদম ঠিকঠাক করা। এ কারণে শুটিং খুব দ্রুত ও ভালোমতো হয়েছে।'
তিনি জানান, 'ডিকশনারি' ছবির গল্প নেওয়া হয়েছে কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর 'স্বামী হওয়া' ও 'বাবা হওয়া' নামে দুটি গল্প থেকে। এখানে 'বাবা হওয়া'র গল্পের অংশে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন পলৌমি দাশগুপ্ত। আর 'স্বামী হওয়া' অংশে অভিনয় করেছেন আবির চট্যোপাধ্যায়।
শুটিং এর ফাঁকে একদিন কলকাতার ভক্তদেরও সময় দিয়েছেন মোশাররফ করিম। সেই অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমার জন্য এটা দারুণ অভিজ্ঞতা। কলকাতায় এত মানুষ আমাকে ভালোবাসেন ও পছন্দ করেন, জানতাম না। সুযোগ পেলে বা সবকিছু মিলে গেলে আবারও কাজ করতে চাই কলকাতায়।