আয়কর রিটার্ন যাচাই এখন অনলাইনে
সম্প্রতি কর বিভাগ এমন একটি অনলাইন পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে লগইন করে যাচাই করতে পারবেন করদাতা সনাক্তকরণ নম্বরের (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর-টিআইএন) বিপরীতে রিটার্ন দাখিল হয়েছে কিনা।
গত ২১ আগস্ট চালু হয় এই অনলাইন পরিষেবা। রাজস্ব বিভাগ বলছে, চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থা সংশ্লিষ্ট অফিসগুলো থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ জাহিদ হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এখন প্রতিদিন ৩ হাজারের বেশি রিটার্ন যাচাই করা হচ্ছে। আমরা আশা করি এটি ধীরে ধীরে আরও বাড়বে।"
তিনি বলেন, অনলাইন সেবার লক্ষ্য হল, ঝামেলামুক্তভাবে যাচাই করা।
তবে রাজস্ব বোর্ড বিষয়টি সেভাবে প্রচার না করায় রিটার্নের ই-ভেরিফিকেশন নিয়ে অন্ধকারে রয়েছে বেশ কয়েকটি সরকারি অফিস। এছাড়া কিছু অফিস বলছে, সার্ভার জটিলতার কারণে তারা সিস্টেমে প্রবেশ করতে পারছে না।
ঢাকার একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক জানান, তিনি ই-ভেরিফিকেশন সম্পর্কে অবগত নন; তার শাখা এখনও রিটার্ন দাখিলের নথির হার্ড কপিই চাচ্ছে।
মাঠ পর্যায়ের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারা অনলাইন পরিষেবা সম্পর্কে জানেন না।
গত জাতীয় বাজেটে সরকার ফিনান্স বিলে বেশ কিছু সংস্কার এনেছিল, যার মধ্যে ইউটিলিটি সংযোগ বা ক্রেডিট কার্ড পাওয়ার মতো ন্যূনতম ৩৮টি পরিষেবা পেতে হলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়।
এর আগে কেবল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন প্রদান করেই পরিষেবাগুলো পাওয়া যেতো।
রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মতে, প্রায় ৩ লাখ সরকারি ও বেসরকারি অফিস রয়েছে যাদের রিটার্ন দাখিল যাচাইয়ের প্রয়োজন।
দেশে প্রায় ৮০ লাখ টিআইএন ধারক রয়েছেন, যাদের মধ্যে ৩০ লাখেরও কম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন। সমস্ত টিআইএন ধারককে করের আওতায় আনতে রাজস্ব বোর্ড বর্তমান ২০২৩ অর্থবছর থেকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।