মিতু হত্যা: বাবুল আক্তারকে প্রধান আসামি করে পিবিআইয়ের চার্জশিট
নিজ স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পিবিআই।
২০১৬ সালের ৫ জুন, চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ড ঘটে। মিতু এদিন ছেলেকে স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় জিইসি মোড় এলাকায় তাকে ছুড়িকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। স্ত্রীর খুনের ঘটনায় থানায় একটি হত্যা মামলাও করেন বাবুল।
এরপর গোয়েন্দা কর্মকর্তারা বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করেন, এবং ওই বছরের আগস্টে তাকে বরখাস্ত করা হয়।
২০২০ সালের জানুয়ারিতে এ মামলার তদন্তভার পিবিআই'কে দেয়া হয়। আর মে মাসে সংস্থাটি বাবুল আক্তারকে এই হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এরপর ১২ মে ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
হত্যায় বাবুল জড়িত বলে সন্দেহ তৈরি হলে একই দিন আরেকটি মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মামলায় বাবুলসহ ৮ জনকে আসামি করা হয়।
গত বছরের ১২ মে এ মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তিনি এখন ফেনী কারাগারে বন্দি রয়েছেন।