সীমান্তে গোলাবর্ষণ করছে আরাকান আর্মি, দাবি মিয়ানমারের রাষ্ট্রদূতের
বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মো দাবি করেছেন, আরাকান আর্মি মিয়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে গোলাবারুদ চুরি করে সীমান্তে গোলাবর্ষণ করছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে চতুর্থবারের মতো তলব করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সাম্প্রতিক ঘটনার তীব্র প্রতিবাদ জানানোর পর তিনি এ মন্তব্য করেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খোরশেদ আলম সংবাদমাধ্যমকে বলেন: মিয়ানমার বলছে, আরাকান আর্মি তাদের গুলি-অস্ত্র চুরি করে বাংলাদেশে গুলি করছে। যাতে বাংলাদেশ সরকারের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের অবনতি হয়। বাংলাদেশ যাতে মিয়ানমারকে অবিশ্বাস করে। 'আসলে কে দায়িত্ব নেবে, তা নিরূপণ করা কঠিন।'
খোরশেদ আলম আরও বলেন, 'আমরা তাদের বলেছি, আপনারা দ্রুত আপনাদের সমস্যা সমাধান করুন, যাতে আমাদের এখানে আর রক্তারক্তি না হয়। আমাদের এখানে যেন কোনো প্রাণ আর না যায়।'
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমারের রাষ্ট্রদূত সময় নিয়ে বাংলাদেশের বক্তব্য শুনেছেন এবং প্রধান কার্যালয়ে রিপোর্ট করবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকটসহ যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করছে।
বাংলাদেশ কোনো দুর্বলতা দেখাচ্ছে না, বরং অত্যন্ত শক্ত অবস্থান থেকে মিয়ানমারের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে বলে মন্তব্য করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।
এর আগে ঢাকা মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপ, সীমান্তবর্তী এলাকায় নির্বিচারে গুলি এবং আকাশসীমা লঙ্ঘনের সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে 'গভীর উদ্বেগ' পুনর্ব্যক্ত করে।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ ও কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে প্রয়োজনে সীমান্তে মর্টার ছোড়ার বিষয়ে জাতিসংঘে অভিযোগ জানানো হবে।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের (মিয়ানমার) কয়েকবার সতর্ক করেছে, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তিনি আরও বলেন, 'শুক্রবার তুমব্রু সীমান্তে মিয়ানমারের মর্টার শেলিংয়ে হতাহতের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি।'