সোহেলির স্পিন ঘূর্ণিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
নারী ফুটবল দলের সাফল্যে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে গোটা দেশ। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাবিনা খাতুনের দল। ফুটবলারদের কীর্তিতে গর্বিত নারী ক্রিকেটাররা ভিডিও বার্তায় অভিনন্দন জানিয়েছেন ফুটবল দলকে। এদিন জয় পেয়েছেন তারাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটা তাদের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারায় সালমা-জাহানারাদের দল। পরের ম্যাচে ২১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আমেরিকা।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। বাংলাদেশের ডানহাতি অফ স্পিনার সোহেলি আক্তারের স্পিন তোপে ১৯.৩ ওভারে ৭৭ রানেই অলআউট হয়ে যায় তারা। ম্যাচ সেরার পুরস্কার জেতা সোহেলি ৪ ওভারে মাত্র ৭ রানে ৪টি উইকেট নেন। জবাবে অধিনায়ক নিগারের ব্যাটে ৪২ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ১০ রানেই ওপেনার শারমিন সুলতানাকে হারায় বাংলাদেশ। যদিও শুরুর চাপ নিমেষেই সামলে নেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন ও নিগার। এই জুটির ৩৮ রানে অনেকটা পথ এগিয়ে যায় বাংলাদেশ। মুর্শিদা ১৫ রান করে আউট হন।
এরপর রুমানা আহমেদকে নিয়ে আরেকটু পথ পাড়ি দেন নিগার। দলীয় ৭০ রানে দুজনই আউট হয়ে যান। রুমানা ১১ ও নিগার ৪৩ বলে ৫টি চারে ৩৪ রান করেন। সোবানা মোস্তারী অপরাজিত ৮ রান করে দলকে লক্ষ্যে পৌঁঠে দেন। স্কটল্যান্ডের র্যাচেল স্ল্যাটার ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ক্যাথরিন ফ্রেজার ও হ্যানা রেইনে।
এর আগে ব্যাটিং করা স্কটল্যান্ডের মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান করেন। ওপেনার অ্যালিসা লিস্টার ১২, সারাহ ব্রাইস ১৪ ও লর্না জ্যাক ২২ রান করেন। বাকিদের মধ্যে কেউ ৭ রানের বেশি করতে পারেননি। ম্যাচ সেরা সোহেলির স্পিন জাদু দেখানোর ম্যাচে দারুণ বোলিং করেন নাহিদা আক্তারও। বাঁহাতি এই স্পিনার ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন সালমা খাতুন ও সানজিদা আক্তার।