দু’পক্ষের সংঘর্ষে ঢামেকের ৩০ শিক্ষার্থী আহত
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/07/05/dhaka_medical_college_hospital.jpeg)
শুক্রবার (৫ জুলাই) বকশীবাজারে অবস্থিত ডা: ফজলে রাব্বি হলে শিক্ষার্থীদের দু’পক্ষের সংঘর্ষে ঢাকা মেডিকেল কলেজের ৩০ জন আহত হয়েছে।
আহতদের ২৩ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
শুক্রবার সকালে হলের মাঠে ছাত্রদের একদল ক্রিকেট আর অন্য একটি দল ফুটবল খেলতে চাইলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি থেকে সংঘর্ষের উৎপত্তি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত অফিসার কবির হোসাইন হাওলাদার বলেন,” প্রাথমিক ভাবে দ্বন্দ্বের মিটমাট হয়ে গেলেও, সংঘর্ষ বাধে দুপুর ২ টার পরে।”
আহতদের দুপুর ২:৩০ টা থেকে ৩:০০ টার মধ্যে দ্রুত হাসপাতালে আনা হয় বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই আবদুর রহমান খান।