এশিয়ায় করোনা মহামারির ঝুঁকি দূর হয়নি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি হ্রাস পায়নি। এই অঞ্চলের দেশগুলো ভাইরাস মোকাবেলায় যেসব পদক্ষেপ নিয়েছে তা শুধু কিছু সময়ের জন্য সংক্রমণ বিস্তারে আংশিক বাঁধা দিতে পারে। এই সময়ের মধ্যেই বড় আকারের সামাজিক সংক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
আজ মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) এক শীর্ষ কর্মকর্তা এই সতর্কবার্তা দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল শাখার পরিচালক ডা. তাকেশি কাসাই বলেন, যতদিন পুরো বিশ্বে কোভিড-১৯ এর মহামারি চলবে ততদিন এই অঞ্চলের দেশগুলো পূর্ণ সতর্কতা অবলম্বন করেও ব্যাপক সংক্রমণের ঝুঁকি থেকে নিরাপদ থাকতে পারবে না।
সমাজের সর্বস্তরের মানুষকে তাই বড় আকারের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকির বাইরে রাখার প্রস্তুতি নিতে হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমন কথাই বলেন তাকেশি কাসাই।
এসময় তিনি আরও বলেন, যেসব দেশে বিগত কয়েকদিনে সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে তাদের জন্য সতর্ক অবস্থান শিথিল করার কোনও সুযোগ নেই। কারণ করোনা ভাইরাস যে কোনো মুহূর্তে মহামারি আকার ধারণ করতে পারে।