দুই দশকের সবচেয়ে বড় ভূমিকম্প সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়
আমেরিকার সাউদার্ন ক্যালিফোর্নিয়ার মরুভূমি এলাকায় অনুভূত হয়েছে একটি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প যাকে আবহাওয়াবিদরা বলেছেন, এটি দু’দশকের মধ্যে আঘাত হানা সবচেয়ে বড় কম্পন।
এটি ভূ-পৃষ্ঠের শূন্য দশমিক ৯ কিলোমিটার গভীরে আঘাত করে এবং এর উপকেন্দ্র ছিল লস এঞ্জেলস থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে রিজক্রেস্ট এলাকায়। একই এলাকায় এর আগে বৃহস্পতিবার একটি ৬ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল।
ঘটনাস্থলে থাকা জরুরী নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা জানান, ভুমিকম্পের ফলে রিজক্রেস্ট এলাকার নানা জায়গায় আগুন ধরে যাওয়াসহ ক্ষয়ক্ষতি হয়েছে। টুইটারে ব্যবহারকারীদের পোস্ট থেকে জানা যায়, ভূকম্পন শুধু বেকারসফিল্ডেই না বরং লাস ভেগাস, মার্সড এবং সান জোসেতেও অনুভূত হয়েছে।
বিদ্যুৎ বিপণন সংস্থা সাউথ ক্যালিফোর্নিয়া এডিসনের দেয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর রিজক্রেস্ট এলাকার প্রায় তিন হাজার অধিবাসী এবং আশপাশের এলাকা বিদ্যুৎহীন অবস্থায় আছে। এদিকে লস এঞ্জেলসের আগুন নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের ফলে বড় স্থাপনাগুলোতে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
আবহাওয়া বিষয়ক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভিস (ইউএসজিসি) এর তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের ১৭ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার নর্থরিজ এলাকার ৬ দশমিক ৬ মাত্রার ভূকম্পনের পর এটিই এখন সবচেয়ে বড় ভূমিকম্প।
ঘনবসতিপূর্ণ লস এঞ্জেলস এলাকার ছিল ওই ভূমিকম্পের কেন্দ্র, যার ফলে ৫৭ জন মানুষ মারা যায় এবং বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়।