বক্স অফিসে প্রথম সপ্তাহে 'বিক্রম বেদা'র আয় মাত্র ৩৮ কোটি রূপি!
বক্স অফিসে আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি 'বিক্রম বেদা'। মোটামুটি ব্যবসা করছে হৃত্বিক রোশন এবং সাইফ আলি খান অভিনীত এই অ্যাকশন-থ্রিলার। রবিবার ছুটির দিনে অপেক্ষাকৃত বেশি আয় করেছে ছবিটি।
জানা গিয়েছে, রবিবার পুষ্কর-গায়ত্রী পরিচালিত ছবিটির ভাঁড়ারে এসেছে ১৫ কোটি রূপি। সেই সুবাদেই সপ্তাহান্তে 'বিক্রম বেদা'র আয় গিয়ে দাঁড়ায় ৩৮ কোটি রূপিতে। প্রথম দিন এই ছবি ১০ কোটির কিছু বেশি ব্যবসা করে। দ্বিতীয় দিন সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ১২.৫১ কোটিতে।
বিক্রম-বেতালের গল্পকে ভিত্তি করে পুষ্কর-গায়ত্রী 'বিক্রম বেদা' তৈরি করেছেন। এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান এবং 'গ্যাংস্টার' হৃত্বিক রোশন। তবে এবারই প্রথম নয়, অতীতেও একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। ২০০০ সালে 'না তুম জানো না হম' ছবিতে একই পর্দায় দেখা গিয়েছিল দুই তারকাকে।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি 'বিক্রম বেদা'র পুনর্নিমাণ এই ছবি। দক্ষিণী ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে আর মাধবন এবং বিজয় সেতুপতি। দুটি ছবিই পরিচালনা করেছেন গায়ত্রী এবং পুষ্কর।
এদিকে 'বিক্রম বেদা' দেখে মুগ্ধ হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ, বিশেষ করে নিজের প্রেমিকের অভিনয় দেখে উচ্ছ্বসিত তিনি। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, "এত সুন্দর একটি ছবির তৈরি করার জন্য 'বিক্রম বেদা'র টিমকে অনেক অনেক শুভেচ্ছা। ছবিটি ইতোমধ্যেই দুইবার দেখে ফেলেছি। সামনে আবারও দেখবো।"