চিকিৎসায় নোবেল জিতলেন সাভান্তে প্যাবো
চলতি বছরে চিকিৎসাবিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে প্যাবো।
বিলুপ্ত হয়ে যাওয়া হোমিনদের জিনোম ও মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে এ পুরস্কার পেলেন প্যাবো।
সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বিকেল সাড়ে ৩টার দিকে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটি বলেছে, 'মানুষ চিরকালই তার শেকড়ের সন্ধান করছে। আমরা কোথা থেকে এসেছি, আর আমাদের আগে যারা এসেছিল তাদের সঙ্গেই বা আমরা কীভাবে সম্পর্কিত? অন্যান্য হোমিনিন থেকে আমরা হোমো সেপিয়েন্সরা কীভাবে আলাদা?
'সাভান্তে প্যাবো তার যুগান্তকারী গবেষণার মাধ্যমে আপাতদৃষ্টিতে অসম্ভব কিছু উদ্ঘাটন করেছেন: বর্তমানের মানুষের বিলুপ্ত নিকটাত্মীয় নিয়ান্ডারথালের জিনোম সিকোয়েন্সিং করেছেন তিনি। আমাদের অজানা হোমিনিন ডেনিসোভাও আবিষ্কার করেছেন তিনি।
নোবেল কমিটির বিবৃতিতে আরও বলা হয়, আমরা মানুষরা কেন অনন্য, তা জানার জন্য প্যাবোর আবিষ্কার আমাদের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।
'
আগামী ডিসেম্বরে নোবেল বিজয়ী প্যাবোর হাতে পুরস্কারের পদক, সনদ ও অর্থ দেওয়া হবে তুলে। পুরস্কারমূল্য হিসেবে ১০ মিলিয়ন ক্রোনা (৯ লাখ মার্কিন ডলার) পাবেন সুইডিশ বিজ্ঞানী।
উল্লেখ্য, গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতেছিলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও লেবাননের আর্ডেম প্যাটোপোশিয়ান।