নোবেল পুরস্কারের জানা-অজানা ৫
অক্টোবর মাস মানেই নোবেল পুরস্কার ঘোষণার অপেক্ষা। ছয়দিনের মধ্যে ছয়জন বিজেতার নাম ঘোষণা করা হয়।
এ বছরের নোবেল পুরস্কারের ঘোষণা আসা শুরু হয়েছে আজ থেকে। চিকিৎসাবিজ্ঞান নোবেল পুরস্কার পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সাভান্তে প্যাবো। বিলুপ্ত হয়ে যাওয়া হোমিনদের জিনোম ও মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে এ পুরস্কার পেলেন প্যাবো।
সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে বাংলাদেশে সময় বিকেল সাড়ে ৩টার দিকে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
কাল থেলে যথাক্রমে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজোয়দের নাম ঘোষণা করা হবে।
এক নজরে নোবেল পুরস্কার সম্পর্কিত ৫ দিক জেনে নেওয়া যাক।
নোবেল পুরস্কারের প্রবর্তন
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেলের প্রবর্তন হয় সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইল অনুসারে। তার মৃত্যুর পাঁচ বছর পর থেকে পুরস্কার দেওয়া শুরু হয়।
এ পুরস্কারের মূল্যমান ১০ মিলিয়ন ক্রোনার (প্রায় ৯ লাখ মার্কিন ডলার)। আলফ্রেডের মৃত্যু দিবস, অর্থাৎ ১০ ডিসেম্বর ডিপ্লোমাসহ পুরস্কারের স্বর্ণপদক দেওয়া হয় প্রতি বছর।
তবে, অর্থনীতিতে দেওয়া নোবেল ব্যাংক অফ সুইডেন পুরস্কার হিসেবেও পরিচিত। আলফ্রেড নোবেলের উইলে অর্থনীতিতে পুরস্কারের কথা ছিল না। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৬৮ সালে এর প্রচলন করে।
১৯০১-২০২১ সালের মধ্যে নোবেল পুরস্কার (অর্থনীতিসহ) দেওয়া হয়েছে ৬০৯ বার।
কারা জানেন পুরস্কার কে পাবে, কেন?
নিয়ম অনুযায়ী বিচারকদের এ নিয়ে আলোচনার সুযোগ নেই। বিচারকরা সবসময় চেষ্টা করেন যাতে কোনো হিন্টসও বাইরে না যায়। তবে তারপরও কখনো তথ্য একান ওকান হয়ে বের হয়, কানাঘুষা শোনাই যায়, ইউরোপে অনেকে বাজিও ধরে থাকেন এ নিয়ে।
কারা মনোনয়ন দিতে পারে?
বিশ্বের হাজার হাজার মানুষ নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পারেন কাউকে। এরমধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নীতিনির্ধারক, সাবেক নোবেল বিজয়ী আর নোবেল কমিটির সদস্যরা।
যদিও ৫০ বছর ধরে মনোনয়ন পাওয়া ব্যক্তিদের নামও গোপন রাখা হয়, তবে অনেক সময় যারা মনোনয়ন দিয়ে থাকেন, তারা জনসম্মুখে তাদের মনোনীত ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে দেন।
নরওয়ের সাথে সম্পর্ক কী?
শুধু নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়েতে, বাকিগুলো সুইডেনে। আলফ্রেড নোবেলের ইচ্ছাতেই এটি হয়।
তার এই ইচ্ছার কারণ জানা যায়নি, তবে তার জীবদ্দশায় সুইডেন ও নরওয়ে ইউনিয়নভুক্ত ছিল, ১৯০৫ সাল পর্যন্ত।
কীভাবে নোবেল জেতা যায়?
ধৈর্য্য, অনেক বিজ্ঞানী কয়েক দশকও অপেক্ষা করেন বিচারকদের নজরে আসতে। বিজ্ঞানীদের উদ্ভাবন সময়ের সঙ্গে টিকে থাকবে তা যাচাই করতে সময় নেওয়া হয়।
আলফ্রেড নোবেলের উইলে বলা আছে, পুরস্কারের আগের বছর মানবজাতির কল্যানে আবদান রেখেছে এমন কাজ করা কাউকেই ও পুরস্কার দেওয়া হবে।
সূত্র: আল-জাজিরা