হিজাব খুলে সরকারবিরোধী বিক্ষোভে এবার ইরানের স্কুল ছাত্রীরা
হিজাব খুলে ইরানের সরকার বিরোধী আন্দোলনে এবার যোগ দিয়েছে সে দেশের স্কুলপড়ুয়া মেয়েরা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মাথার হিজাব বাতাসে উড়িয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে।
স্কুলের ভেতরে এবং বেশ কয়েকটি শহরের রাস্তায় এভাবে বিক্ষোভ দেখায় তারা। বিবিসির যাচাইকৃত ভিডিওতে উঠে আসে সে দৃশ্য।
গেলো সেপ্টেম্বরের ১৩ তারিখ দেশের হিজাব আইন ভাঙার দায়ে নৈতিকতা বিষয়ক পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণী। গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি করা হলে ১৬ সেপ্টেম্বর সেখানেই তার মৃত্যু হয়। কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন আমিনি। অন্যদিকে পরিবারের দাবি, আগে কখনোই হৃদরোগ ছিলনা তার।
হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেই বিক্ষোভে নারীরা নিজেদের মাথার হিজাব খুলে সংহতি প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় এখন দেশটির স্কুলের মেয়েরাও হিজাব খুলে এই অন্দোলনে একাত্বতা জানিয়েছে। বেশ কয়েকটি ভিডিও যাচাইয়ের পর মঙ্গলবার (৪ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
ইরানের কারাজ শহরের একটি স্কুল থেকে একজন শিক্ষা কর্মকর্তাকে ছাত্রীরা জোর করে বের করে দিয়েছে বলেও জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেয়েরা তাকে ধিক্কার জানিয়ে চিৎকার করেছে, 'আপনার জন্য লজ্জা'। ওই কর্মকর্তা গেটের কাছে না যাওয়া পর্যন্ত মেয়েরা তার দিকে লক্ষ্য করে পানির খালি বোতল ছুড়তে থাকে।
রাজধানী তেহরানের ঠিক পশ্চিমে কারাজের আরেকটি ভিডিওতে শিক্ষার্থীদের চিৎকার করতে শোনা যায়, 'আমরা যদি এক না হই, তাহলে তারা একে একে আমাদের সবাইকে হত্যা করবে'।
সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে, কয়েক ডজন স্কুলছাত্রীকে শহরের একটি প্রধান সড়ক অবরোধ করতে দেখা যায়। হিজাব খুলে তারা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে উদ্দেশ্য করে স্লোগান দেয়, 'স্বৈরশাসকের মৃত্যু চাই'।
এরপর মঙ্গলবার কারাজ, তেহরান এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সাকেজ ও সানন্দাজেও স্কুলের মেয়েদের আরও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
এই বিক্ষোভ চলাকালীন শ্রেণিকক্ষে মাথার হিজাব খুলে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থীর ছবিও তোলা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। নরওয়েভিত্তিক সংস্থা ইরান হিউম্যান রাইটসের মতে, এখন পর্যন্ত বিক্ষোভ চলাকালীন নিরাপত্তাকর্মীদের হাতে অন্তত ১৫৪ জন নিহত হয়েছেন।
- সূত্র: বিবিসি