বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে ১৬ দেশের মধ্যে ১৫তম বাংলাদেশ
কদিন পরই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৬টি দেশের অংশগ্রহণে আগামী ১৬ অ্ক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে সংক্ষিপ্ততম এই ফরম্যাটের বিশ্ব আসর। মাঠের লড়াইয়ের আগে অংশগ্রহণকারী ১৬ দলের উদ্বোধনী জুটি নিয়ে বিশ্লেষণ ও র্যাঙ্কিং করেছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার করা বিশ্লেষণে সেরা উদ্বোধনী জুটিতে ১৬ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫ নম্বরে। বাংলাদেশের নিচে আছে কেবল বাছাই পর্ব পেরিয়ে প্রথম পর্বে জায়গা করে নেওয়া নামিবিয়া। বাংলাদেশের চেয়ে এগিয়ে আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডসের উদ্বোধনী জুটিও।
মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমের জুটির রসায়ণে শীর্ষে পাকিস্তান। দুই নম্বরে ভারত, নিউজিল্যান্ড তিন নম্বরে। এবারের এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা পাঁচ নম্বরে। রশিদ-নবীদের দেশ আফগানিস্তানের উদ্বোধনী জুটি ছয় নম্বরে। ইংল্যান্ডের চেয়েও এগিয়ে তারা, ইংলিশরা সাত নম্বরে।
গত এক বছরে অনেকগুলো উদ্বোধনী জুটি খেলিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে কয়েকটি ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান ইনিংস উদ্বোধন করেছেন। কিন্তু তাদের জুটিতে স্বস্তি পায়নি বাংলাদেশ। এবার আইসিসির বিশ্লেষণও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো বাংলাদেশের দুর্বলতার জায়গাটি।
আইসিসির করা উদ্বোধনী জুটির র্যাঙ্কিং:
১. বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
২. লোকেশ রাহুল-রোহিত শর্মা (ভারত)
৩. ডেভন কনওয়ে-মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
৪. অ্যারন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৫. পাথুম নিশাঙ্কা-কুশল মেন্ডিস (শ্রীলংকা)
৬. রহমানউল্লাহ গুরবাজ-হযরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)
৭. জস বাটলার-অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
৮. কুইন্টন ডি কক-টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা)
৯. পল স্টার্লিং-অ্যান্ডি ব্যালবির্নি (আয়ারল্যান্ড)
১০. মোহাম্মদ ওয়াসিম-চিরাগ সুরি (সংযুক্ত আরব আমিরাত)
১১. ব্র্যান্ডন কিং-কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ)
১২. জর্জ মুনসি-ক্যালাম ম্যাকলয়েড (স্কটল্যান্ড)
১৩. ক্রেইগ আরভিন-রেজিস চাকাভা (জিম্বাবুয়ে)
১৪. ম্যাক্স ও'দাউদ-স্টিফেন মাইবার্গ (নেদারল্যান্ডস)
১৫. মেহেদী হাসান মিরাজ-সাব্বির রহমান (বাংলাদেশ)
১৬. ডিভান লা কক-মাইকেল ফন লিনজেন (নামিবিয়া)