ডিসি-এসপিদের সাথে ‘সামান্য ভুল বোঝাবুঝি’ হয়েছে: সিইসি
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2022/10/11/66cce39898a94a6d51342c8a5938fc5ac1061b362b3abbd3.jpg)
শনিবার নির্বাচন ভবনের মত বিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সাথে নির্বাচন কমিশনারদের সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, 'হয়তো সামান্য একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না।'
জেলা পরিষদ ও গাইবান্ধা উপ-নির্বাচনসহ দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যপারে মাঠের পরিস্থিতি জানতে দেশের ৬১ ডিসি ও এসপিদের সাথে ঢাকায় গত শনিবার বৈঠক করে নির্বাচন কমিশন।
সেখানে ভোটে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণের বিষয়টি বক্তব্যে তুলে ধরেন ইসি আনিছুর রহমান। এসময় মাঠ প্রশাসনের কর্তাদের 'নপুংসক ও নখদন্তহীন' এবং তারা 'মন্ত্রী-এমপিদের ছাড়া চলতে পারেন না' বলে মন্তব্য করেন তিনি।
তখনই সভাকক্ষে হই-চই সৃষ্টি হয়। ডিসি-এসপিদের আপত্তির মুখে বক্তব্য থামিয়ে ডায়াসে চলে যান তিনি।
এ ঘটনা ঘটার দুইদিন পর কাজী হাবিবুল আউয়াল বলেন, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে। এগুলো নিয়ে খামোখা এত কথা বলবার প্রয়োজন নাই।
'আপনারা (সাংবাদিক) আগামীর দিকে তাকান। এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। এটা নিয়ে আপনারাও মাথা ঘামাবেন না। আমরাও মাথা ঘামাচ্ছি না।'
এদিকে শনিবারের সে ঘটনা ঘটার পর সাংবাদিক সম্মেলনে সিইসিসহ বাকি কমিশনাররা উপস্থিত থাকলেও ইসি আনিছুর ছিলেন না। এরপর সোমবার অন্যান্য কমিশনাররা অফিস করলেও ইসি আনিসুর ছিলেন না। মঙ্গলবারে সংবাদ সম্মেলনে ইসি আনিছুর রহমান উপস্থিত ছিলেন না।
এর আগে গত সোমবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানান ইসি আলমগীর ও ইসি রাশেদা। ইসি আলমগীর বলেছিলেন, এ নিয়ে ডিসি এসপিদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সুযোগ নাই, অন্যদিকে সহকর্মীর সাথে ঘটে যাওয়া ঘটনায় বিব্রত বলে জানান ইসি রাশেদা।