কালো টাকা সাদা করার সুযোগ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2019/07/07/tbs_budget2019_logo.jpg)
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। কালো টাকাকে অর্থনীতির মূলধারায় আনার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, অর্থপাচার বন্ধে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছে সরকার। এতে করে ঋণ খেলাপিরা তাদের খেলাপি ঋণ পরিশোধ করার সুযোগ পাবে। শুক্রবার (১৪ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, আইটি পার্ক এবং অর্থনৈতিক জোনগুলোতে যদি কেউ বিনিয়োগ করতে চায়, তাহলে তাকে নির্দিষ্ট ফি এবং অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
তিনি বলেন, “এই সমস্ত নিয়ম মেনে যদি কেউ বিনিয়োগ করে, তবে তার অর্থের উৎস নিয়ে কোন প্রশ্ন করা হবে না।”
“ মানুষ কর না দিয়ে অপ্রদর্শিত টাকা জমিয়ে রাখে। পরবর্তীতে এই টাকা হয় তারা ঋণ খেলাপ করে কিংবা অবৈধ খাতে বিনিয়োগ করে।”
তিনি আরও বলেন, সরকার এই কালো টাকার অবৈধ বিনিয়োগের পরিমাণ কমিয়ে আনতে চায়।
২০১৯-২০ অর্থবছরের বাজেটকে গণমুখী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- যারা নতুন অর্থবছরের এই হিসেব নিয়ে সমালোচনা করছেন তারা মানসিক সমস্যায় ভুগছে। ইচ্ছাকৃত ঋণখেলাপিরাও ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করা হয়। নতুন বাজেট অনুযায়ী আইটি পার্ক, অর্থনৈতিক জোন এবং হাউজিং খাতে ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত টাকা অর্থাৎ কালো টাকা সাদা করা যাবে।