আজ থেকে মেলার পরিবেশে ট্যাক্স অফিসে রিটার্ন জমার সুযোগ
অতীতের বছরগুলোর মত দেশব্যাপী আয়কর মেলা না হলেও সংশ্লিষ্ট ট্যাক্স অফিসে অনেকটা মেলার পরিবেশেই পুরো নভেম্বর জুড়ে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া কিংবা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) নেওয়ার সুযোগ পাবেন করদাতারা।
ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর) এটিকে কর সেবা মাস হিসেবে ঘোষণা দিয়েছে। সব আয়কর অফিসে আলাদা ডেস্ক স্থাপন করে ট্যাক্স রিটার্ন জমা নেওয়া হবে।
আজ এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
২০১০ সাল থেকে ট্যাক্স ফেয়ার তথা কর মেলার মাধ্যমে করদাতাদের কাছ থেকে রিটার্ন জমা নেওয়া হলেও ২০২০ সালের কোভিড পরিস্থিতিতে তা বতিল করা হয়। এরপর তা আর চালু করা হয়নি।
প্রতি বছর ৩০ নভেম্বর ট্যাক্স ডে হিসেবে পালন হচ্ছে এবং ওই দিনই ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এরপর কারো রিটার্ন জমা দিতে হলে তাকে প্রতি মাসের জন্য মোট ট্যাক্স এর ২ শতাংশ হারে ইন্টারেস্ট গুনতে হবে।
ফলে সুদ কিংবা জরিমানা এড়াতে করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যেই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।
চলতি অর্থবছর এনবিআর বেশকিছু পদক্ষেপ নেওয়ার কারণে ট্যাক্স রিটার্ন জমার পরিমাণ অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে।
চলতি বছর থেকে সব টিআইএনধারীর ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এছাড়া ৩৮ ধরণের সেবা নেওয়ার ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে, নইলে যে প্রতিষ্ঠান প্রমাণপত্র দেখার দায়িত্বে থাকবে, তাদের উপর জরিমানা বর্তাবে।
বর্তমানে দেশে ই-টিআইএন হোল্ডার এর সংখ্যা প্রায় ৮০ লাখ। এর মধ্যে গত বছর রিটার্ন জমা দিয়েছে প্রায় ২৫ লাখ। চলতি বছর এই সংখ্যা বেড়ে ৪০ লাখ ছাড়াতে পারে বলে মনে করছে ট্যাক্স ডিপার্টমেন্ট।