পাকিস্তান ম্যাচের আগে লিটনকে নিয়ে অপেক্ষায় বাংলাদেশ
সহজ সমীকরণ জটিল হয়ে উঠেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে সুপার লিগের শেষ ম্যাচে জিতলেই হবে না, অন্য সমীকরণও মেলাতে হবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের শেষ সুযোগ। এমন ম্যাচের আগে চোট নিয়ে চিন্তায় বাংলাদেশ দল।
ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিটন কুমার দাস। প্রাথমিক পর্যবেক্ষণে ডানহাতি এই ওপেনারের চোট গুরুতর মনে হয়নি বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
আবার একেবারে ভালো অবস্থায়েও নেই ভারতের বিপক্ষে চোখ জুড়ানো এক ইনিংস খেলা লিটন। এ কারণেই শুক্রবার অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে দলের সঙ্গে অনুশীলনে করেননি তিনি। দলের অন্যতম এই ব্যাটিং ভরসাকে বিশ্রাম দেওয়া হয়েছে, তিনি টিম হোটেলেই আছেন।
সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে লিটনকে পাওয়া যাবে কিনা, সেটা নিশ্চিত হতে শনিবার পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট।
অনুশীলনের এক ফাঁকে লিটনের চোট নিয়ে দেবাশিষ চৌধুরী বলেন, 'ভারতের বিপক্ষে ম্যাচে রান নেওয়ার সময় লিটন দুবার পা পিছলে যায়। একবার তো পড়েও যায়। পা পেছলানোর সময়ই লিটনের চোট লাগে। এটা তার পুরনো চোটই।'
বিসিবির প্রধান চিকিৎসক আরও বলেন, 'আপাতত আজ তাকে বিশ্রামে রাখা হয়েছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না, তারপরও কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করছি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সে ঠিক হয়ে যাবে।' ৬ নভেম্বর অ্যাডিলেড ওভালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।