টেসলা ছেড়ে টুইটারেই মন পড়ে আছে মাস্কের! হু-হু করে পড়ল শেয়ারদর
টুইটারই ধ্যান-জ্ঞান। টেসলা এখন 'দুয়ো রানি'। এমনটাই আশঙ্কা ইলেকট্রিক গাড়ি নির্মাতার বিনিয়োগকারীদের। আর সেই কারণেই অনেকেই টেসলার শেয়ার বিক্রি করে দিচ্ছেন।
এদিকে ইলন নিজেই টেসলায় নিজের অংশ থেকে প্রায় ৩.৯৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন।
নিউ ইয়র্কের স্টক ফাইলিংয়ের তথ্য বলছে, প্রায় ১.৯৫ কোটি শেয়ার বেচে দিয়েছেন তিনি। সাধারণত সংস্থার প্রতিষ্ঠাতা-সিইও শেয়ার বিক্রি করলে অশনি সংকেত দেখেন বিনিয়োগকারীরা। এর প্রভাবে অনেকেই একসঙ্গে শেয়ারের পরিমাণ কমাতে পারেন। আর তার প্রভাব পড়তে পারে সংস্থার সামগ্রিক শেয়ার দরে।
আর কার্যত তাই হয়েছে। মঙ্গলবার ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে যায়।
পর্যবেক্ষকদের একাংশের আশঙ্কা, টুইটার চুক্তি কার্যকর করতে আরও স্টক বিক্রি করতে পারেন ইলন মাস্ক। গত বছরেই প্রায় ৩৬ বিলিয়ন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন তিনি।
টেসলায় ইলন মাস্কের ১৫% শেয়ার রয়েছে। এই সংস্থার বাজার মূল্য ৬২২ বিলিয়ন মার্কিন ডলার।