রোববার থেকে মিরপুরের সব বাসে চালু হবে ই-টিকেট
রাজধানীর মিরপুর এলাকার সব বাস কোম্পানি আগামীকাল রোববার (১৩ নভেম্বর) থেকে ই-টিকেট বিক্রির মাধ্যমে যাত্রী পরিবহন করবে।
এছাড়া, আগামী ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা মহানগর জুড়ে এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে আশেপাশের জেলাগুলোয় চালু হবে ই-টিকেট সুবিধা। শনিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব জেনারেল খন্দকার এনায়েত উল্লাহ।
ই-টিকেট বিক্রি ব্যবস্থাপনার জন্য যথেষ্ট জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়া, যাত্রীদের অভিযোগ ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য ঢাকায় দুই কর্মকর্তার সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
তিনটি হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। নম্বরগুলি হলো- ০১৬১৮-৯৩৩৫৩১; ০১৬১৮-৯৩৬১৮৫ এবং ০১৮৭০-১৪৬৪২২।
ঢাকায় মোট ৬০টি বাস কোম্পানি রয়েছে। এরমধ্যে মিরপুরে রয়েছে ৩০টি। আর রাজধানীর উপকন্ঠের এলাকাগুলোয় রয়েছে ৯৭টি। এসব কোম্পানি মিলিয়ে ঢাকা ও তার আশেপাশের এলাকায় মোট ৫ হাজার ৬৫০টি বাস চলাচল করে। রাজধানীর ভেতরে যাত্রী পরিবহন করছে ৩ হাজার ১৪টি বাস। বাকিগুলি ঢাকা ও আশেপাশের জেলা-উপজেলায় চলাচল করে।
মিরপুর, ফুলবাড়িয়া, সায়েদাবাদ, গুলিস্তান পরিবহন শ্রমিক ইউনিয়নগুলির নেতা, বিভিন্ন বাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সচিব সামদানি খন্দকারসহ অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।