সিলেটে সমাবেশস্থলে ভিড় বাড়ছে, আজকেই জনসমুদ্রের আশা বিএনপির
সিলেটে বিএনপির গণসমাবেশ শনিবার (১৯ নভেম্বর) হলেও বৃহস্পতিবার থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার তাদের ভিড় আরও বেড়েছে। বিএনপি নেতাদের আশা, আজকেই জনসমুদ্রে পরিণত হবে সমাবেশস্থল।
সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে মাঠ প্রস্তুতের কাজ। মঞ্চ নির্মাণও শেষ হয়েছে।
দুপুরে আলীয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা যায়, হাজারখানেক নেতাকর্মী মাঠে জড়ো হয়েছেন। ছোট ছোট মিছিল নিয়েও আসছেন অনেকে।
মাঠে ঘুরে ঘুরে বিএনপির ব্যাজ-লগো বিক্রি করতে দেখা যায় ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে। তাছাড়া, বিনামূল্যে পানিও দেওয়া হচ্ছে নেতাকর্মীদের।
আগের রাতের পর শুক্রবার দুপুরেও মাঠের মধ্যে দূর থেকে আসা নেতাকর্মীদের জন্য চলছে রান্নার আয়োজন। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা আলাদা আলাদাভাবে নিজেদের জন্য রান্নার আয়োজন করেছেন।
সুনামগঞ্জ থেকে আসা জেলা বিএনপির কর্মী সামিউল ইসলাম বলেন, "আজ থেকে সুনামগঞ্জে ধর্মঘট শুরু হয়েছে। বাইকে করে আমরা দুজন সুনামগঞ্জ থেকে আসছি। আজকেই সুনামগঞ্জ থেকে বিশাল একটি বাইক মিছিল সমাবেশস্থলে আসবে।"
তিনি বলেন, "অনেকদিন আমরা এরকম বড় সমাবেশ করতে পারিনি। সরকার সবসময় বাধা দিয়েছে। এইবার সুযোগ পেয়ে নেতাকর্মীরা কেউ আর ঘরে থাকতে চাচ্ছে না। যে যেভাবে পারে সমাবেশে আসছে।"
আজ রাতের মধ্যেই সিলেট নগরীর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে আশা প্রকাশ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, "আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই গত ১৩ বছর ধরে কাজ করছি। আমাদের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।"
তিনি বলেন, "আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠের সমস্ত কাজ সম্পন্ন। বিকেল থেকে এই সিলেট নগরী একটি জনসমুদ্রে পরিণত হবে।"
আরিফ আরও বলেন, "সিলেটে একটা রাজনৈতিক সম্প্রীতি আছে। তবে, অতি উৎসাহী আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা দুই-চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি।"