করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এছাড়া একদিনেই নতুন ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট করোনা শনাক্ত হলো ২১৮ জনের।
বুধবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি আরও জানান, নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে ৩৯ জন ঢাকার এবং বাকিরা ঢাকার বাইরে। এদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ২১ জন নারী।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা জানান, একদিনে সর্বোচ্চ ৯৮১ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৬৩টি নমুনা পরীক্ষা ঢাকায় ও বাকিগুলো রাজধানীর বাইরে।
নতুন শনাক্তদের বয়স:
- ১১ থেকে ২০ বছর: ৫ জন।
- ২১ থেকে ৩০ বছর: ১৫ জন।
- ৩১ থেকে ৪০ বছর: ১০ জন।
- ৪১ থেকে ৫০ বছর: ৭ জন।
- ৫১ থেকে ৬০ বছর: ৭ জন।
- ৬০ বছরের উপরে: ১০ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয় ১৮ মার্চ।
ব্রিফিংয়ে সানিয়া তাহমিনা আরও জানান, দেশে ইতোমধ্যেই ৭ হাজার ৬৯৩টি ইউসিইউ প্রস্তুত রাখা হয়েছে। আইসিইউর সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এক পলকে দেশে করোনাভাইরাসের চিত্র:
- মোট আক্রান্ত: ২১৮ জন।
- সুস্থ হয়েছেন: ৩৩ জন।
- মারা গেছেন: ২০ জন।
- মোট কোয়ারেন্টিনে: ৬৭ হাজার ৪৪৮ জন।
- কোয়ারেন্টিন সম্পন্ন: ৫৭ হাজার ১৩২ জন।
- আইসোলেশন: ৪৭৩ জন।
- আইসোলেশন সম্পন্ন: ৩৩৬ জন।
অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে এ পর্যন্ত ১৪ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩ লাখ ২ হাজার জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ হারিয়েছেন ৮২ হাজার ১৩৮ জন।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- ইতালি: ১৭ হাজার ১২৭ জন।
- স্পেন: ১৪ হাজার ৪৫ জন।
- যুক্তরাষ্ট্র: ১২ হাজার ৮৫৭ জন।
- ফ্রান্স: ১০ হাজার ৩৩৮ জন।
- যুক্তরাজ্য: ৬ হাজার ১৫৯ জন।
- ইরান: ৩ হাজার ৮৭২ জন।
- চীন: ৩ হাজার ৩৩৩ জন।
- বেলজিয়াম: ২ হাজার ৩৫ জন।
- নেদারল্যান্ড: ২ হাজার ১০১ জন।
- জার্মানি: ২ হাজার ১৬ জন।