মেট্রো রেল উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হচ্ছে আজ
বহুল কাঙ্খিত দেশের প্রথম মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা শুরুর দিনক্ষণ চূড়ান্ত হচ্ছে আজ রোববার। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালুর শিডিউল চেয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক জানিয়েছেন, আগামী মাসের ১৫ তারিখের মধ্যে ১১.৭৩ কিলোমিটার লাইনে মেট্রো রেল চালুর প্রস্তুতি শেষ হচ্ছে। এই বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর সময় চেয়ে একটি প্রস্তাবনা দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন সময় দেবেন, সেদিনই উদ্বোধন করা হবে দেশের প্রথম মেট্রো রেল।
ডিএমটিসিএলের এই কর্মকর্তার মতে, গত ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের প্রায় ৯৪.৫৭% নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নভেম্বরের মধ্যে ইন্টিগ্রেটেড টেস্ট শেষ করে, ডিসেম্বরের শুরুতে ট্রেনগুলোর ট্রায়াল অপারেশন শুরু হবে। তবে ১৫ ডিসেম্বরের মধ্যে সব কাজ সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে আভাস দিয়েছিলেন যে, বিজয় দিবসের (১৬ ডিসেম্বর) পর মেট্রো রেলের উদ্বোধন করা হবে।
২০১২ সালে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ২২ হাজার কোটি টাকার ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পটি অনুমোদিত হয়েছিল। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত আরও ১.১৬ কিলোমিটার সম্প্রসারণসহ প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
২০২৪ সালের জুনে পুরোপুরি চালু হতে যাওয়া মেট্রো রেলের মাধ্যমে প্রতিদিন প্রায় পাঁচ লাখ যাত্রী এবং প্রতি ঘণ্টায় প্রায় ১৬ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে।
উত্তরা-আগারগাঁও রুটে মেট্রো রেলের উদ্বোধনের দিন ঘনিয়ে আসার সাথে যাত্রীদের ভোগান্তি কমাতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করতে ডিএমটিসিএল বিআরটিসির সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
উল্লেখ্য, সেপ্টেম্বরে সরকার মেট্রো রেলের ভাড়ার তালিকা প্রকাশ করে। দেশের প্রথম মেট্রো রেলে প্রতি কিলোমিটার ভ্রমণের জন্য যাত্রীদের খরচ করতে হবে ৫ টাকা; ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে ডিএমটিসিএলের ইস্যুকৃত র্যাপিড পাস বা এমআরটি পাসে ভাড়া পরিশোধ করলে যাত্রীরা ১০% ছাড় পাবেন।