পাকিস্তানের নতুন সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনিরের নাম ঘোষণা করেছেন। টুইটারে পাকিস্তানের তথ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হবেন আসিম মুনির। জেনারেল বাজওয়া চলতি মাসের শেষদিকে তার ছয় বছরের মেয়াদ শেষ করে অবসরে যাবেন। খবর রয়টার্সের।
বছরের শুরুতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার ক্ষমতাচ্যুতির পেছনে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। নতুন সেনাপ্রধান নিয়োগ তার এবং সেনাবাহিনীর তিক্ত সম্পর্ককে কোন মোড় দেয় তা এখন সময়ই বলে দেবে।
তবে নতুন সেনাপ্রধান ঘোষণার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ গণমাধ্যমকে বলেন, "এটি পুরোপুরি যোগ্যতা, আইন এবং সংবিধান অনুযায়ী হয়েছে।"
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাক সেনাবাহিনী ঐতিহাসিকভাবেই অভ্যন্তরীণ এবং বিদেশী উভয় রাজনীতিতে একটি বহির্মুখী ভূমিকা পালন করে থাকে এবং মুনিরের নিয়োগ দেশটির ভঙ্গুর গণতন্ত্র, প্রতিবেশী দেশ ভারত ও তালেবান শাসিত আফগানিস্তানের সাথে সম্পর্ক এবং চীন বা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ভূমিকাকে প্রভাবিত করতে পারে।