মূল্যসীমা আরোপের পক্ষপাতী দেশগুলোতে তেল রপ্তানি করবে না রাশিয়া
রাশিয়ার তেল রপ্তানিতে মূল্য সীমা নির্ধারণকে যেসব দেশ সমর্থন করবে– তাদের কাছে তেল রপ্তানি করা হবে না বলে জানিয়েছে ক্রেমলিন।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানান।
রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এতে দেশটির বিশাল অঞ্চলে বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছে।
এতে বেসামরিক নাগরিকরা যে দুর্ভোগের মধ্যে পড়েছে তা নিয়ে রাশিয়া উদ্বিগ্ন কিনা সাংবাদিকরা জানতে চাইলে পেসকভ বলেন, সংঘাত নিরসনে রাশিয়ার দাবি মেনে নিয়ে 'দুর্দশার সমাপ্তি' টানতে পারে ইউক্রেনের নেতৃত্ব।
তিনি আরও বলেন, রাশিয়া সামরিক টার্গেটে আক্রমণ করে, যাদের সামাজিক ভূমিকা কম।