'সেক্রেড গেমস'-এ প্রথমে অভিনয়ই করতে চাননি নওয়াজউদ্দিন সিদ্দিকী! কারণ...
ভারতের সবচেয়ে প্রতিভাবান অভিনেতাদের একজন, নওয়াজজউদ্দিন সিদ্দিকী তার অভিনয় ক্যারিয়ারে সিনেমায় অভিনয়ের পাশাপাশি সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন ওয়েব সিরিজ 'সেক্রেড গেমস'-এ অভিনয় করে। ওটিটি প্ল্যাটফর্ম যারা পছন্দ করেন এবং নিয়মিত দেখেন, 'সেক্রেড গেমস'-এ নওয়াজউদ্দিনের অভিনয় তাদের কাছে বেশ প্রিয়। কিন্তু সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, শুরুতে এই সিরিজে অভিনয় করতেই চাননি তিনি!
চলমান আইএফএফআই (আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব)-এ মাস্টাক্লাসে অংশ নিয়েছিলেন নওয়াজউদ্দিন। সেই সেশনেই তিনি ফাস করেছেন এই খবর।
অনুরাগ কাশ্যপের অত্যন্ত জনপ্রিয় এই ওয়েব সিরিজের নামেই পাগল নেটিজেনরা। কিন্তু নওয়াজউদ্দিন বলেন, "আমাকে যখন প্রথম 'সেক্রেড গেমস'-এ অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হলো, তখন টিভি সিরিজ আর ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে খুব কম জ্ঞান ছিল আমার। আমি উত্তর দিয়েছিলাম-'এসব ওটিটি আবার কি! ওটিটিতে কে কাজ করে?' তখন আমাকে বলা হলো যে এই সিরিজটি বিশ্বের ১৯০টি দেশে প্রচারিত হবে। তাও আমি তেমন আগ্রহ পাচ্ছিলাম না। কিন্তু অনুরাগ হাল ছেড়ে দেননি এবং শেষ পর্যন্ত আমাকে রাজি করিয়েছিলেন।"
নওয়াজউদ্দিন আরো বলেন, "অনুরাগ আমাকে একটা ম্যাপ দেখিয়ে সেখানে আলো জ্বলতে থাকা ১৯০টি পয়েন্টের দিকে আঙুল তুলে আমাকে বলেছিলেন, "এই দেখ, যেই জায়গাগুলোতে আলো জ্বলছে, সবগুলো জায়গায় এই সিরিজ দেখানো হবে!' এরপরেই আমি রাজি হয়েছিলাম 'সেক্রেড গেমস'-এ অভিনয় করতে।"
সূত্র: জিও টিভি