গণস্বাস্থ্যের করোনাভাইরাস পরীক্ষার কিট হস্তান্তর স্থগিত
করোনাভাইরাস শনাক্তে কিট সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টার দিকে কোভিড-১৯ ডট ব্লট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'অত্যন্ত দুঃখিত। কোভিড-১৯ ডট ব্লট কিট হস্তান্তর স্থগিত করা হয়েছে। নতুন তারিখ শিগগিরই জানানো হবে।'
আগামী শনিবার কিট হস্তান্তর ও এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল। কিট উৎপাদনের প্রক্রিয়াটি শেষ না হওয়ায় সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মেম্বার ডা. জাফরউল্লাহ চৌধুরী বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ফ্যাক্টরিতে ইলেক্ট্রনিক্যাল-মেকানিক্যাল সমস্যার কারণে আমরা প্রডাকশন বন্ধ করতে বাধ্য হয়েছি। আমি খুবই সরি। কবে কিট হস্তান্তর করা হবে, সে বিষয়ে এখনই বলতে পারছিনা। আমরা আগে আজ-কাল দেখি কি হয়, তারপর জানাব।
এর আগে গত ১৯ মার্চ কিট উৎপাদনের অনুমতি পাওয়ার তথ্য জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেছিলেন, 'সরকারের ওষুধ প্রশাসন করোনাভাইরাস শনাক্তের কিট উৎপাদনের অনুমতি দিয়েছে। এই কিট তৈরির কাঁচামাল আসবে ইংল্যান্ড থেকে। কাঁচামাল আসলে এক সপ্তাহের মধ্যে আমরা প্রোডাকশনে যেতে পারব। দুই সপ্তাহের মধ্যে এটা বাজারে আসতে পারে। প্রথম দফায় এক লাখ কিট উৎপাদন করা হবে। ১০ লাখ টাকার কাঁচামাল লাগবে।'